English Version
আপডেট : ২৯ জুন, ২০১৬ ১৭:৫২

সমর্থকদের হতাশ করেই বিমানবন্দর ছাড়লেন মেসিরা

অনলাইন ডেস্ক
সমর্থকদের হতাশ করেই বিমানবন্দর ছাড়লেন মেসিরা

কোপা আমেরিকার ফাইনালে হেরে মঙ্গলবার (২৮ জুন) দেশে ফিরেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। শিরোপা জিততে না পারলেও অভ্যর্থনা জানিয়েছেন দেশটির ফুটবলপ্রেমিরা।

১৯৯৩ সালে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা জিতেছিলো আর্জেন্টিনা। এরপর প্রায় দুই যুগ কেটে গেলেও কোন শিরোপার দেখা পায়নি মেসির দলটি। গতবার কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হার মানা মেসিরা ফের ফাইনালে উঠে এবার শিরোপা জয়ের আশা জাগিয়েছিলেন। কিন্তু এবারও পেনাল্টিতে পরাজয়।

আবারও চেনা প্রতিপক্ষ চিলির কাছে হারায় স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে যায় আর্জেন্টিনার। এর সঙ্গে যোগ হয় দলের প্রিয় তারকা লিওনেল মেসির অবসরের দুঃসংবাদ। তবে চিলির কাছে হারলেও আলবিসেলেস্তেদের অভ্যর্থনা জানাতে বুয়েন্স আয়ার্সের এজেইজা বিমানবন্দরে অপেক্ষায় ছিল আগ্রহী সমর্থকরা।

এ সময় সমর্থকরা প্ল্যাকার্ডে মেসিকে জাতীয় দল না ছাড়ার জন্য অনুরোধ জানান।

তবে, সমর্থকদের হতাশ করেন ফুটবলাররা। সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় না করেই, বিমানবন্দর ত্যাগ করেন মেসি দল। তাতেই সুস্পষ্ট যে, এমন পরাজয় দলের ফুটবলাররাও মেনে নিতে পারছেন না।