English Version
আপডেট : ২৮ জুন, ২০১৬ ১২:০১

মেসি ফিরে এসো: ম্যারোডোনা

অনলাইন ডেস্ক
মেসি ফিরে এসো: ম্যারোডোনা

রাগে-ক্ষোভ আর ভারাক্রান্ত মন নিয়ে ২৯ বছর বয়সেই লিওনেল মেসি বিদায় জানিয়ে দিলেন আর্ন্তজাতিক ফুটবলকে। হাহাকার শুরু হয়েছে ঘোষণাটা আসার পর থেকেই। ‘মেসি ফিরে এসো’ এই দাবি এখন পুরো ফুটবলবিশ্বের, বাদ যাননি ডিয়েগো ম্যারোডোনাও।

মেসিকে আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসার জন্য অনুরোধ জানিয়েছেন আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার ডিয়েগো ম্যারোডানো। সেই সঙ্গে মেসিকে ফিরে আসতে দেশটির প্রেসিডেন্ট মাউরিসিও মাসরি ব্যক্তিগতভাবে তার সঙ্গে আলাপ করেছেন।

ম্যারাডোনা চান মেসি ২০১৮ বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে খেলুক। বললেন, ‘মেসিকে জাতীয় দলের সঙ্গে থাকতে হবে। বিশ্বকাপ জয়ের জন্য তাকে রাশিয়া যেতে হবে। যারা দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে, তাদের কথাতেই ভরসা করা উচিত মেসির। যারা চলে যাওয়ার কথা বলছে, তাদের কথায় না। মেসির বিদায় নেওয়ার কথা যারা বলছে, তারা আসলে চায় যেন আমরা দেখতে না পাই যে, আর্জেন্টাইন ফুটবল কতটা বিধ্বস্ত অবস্থায় আছে।’

এছাড়াও মেসির ফিরে আসা প্রসঙ্গে আর্জেন্টাইন প্রেসিডেন্ট বলেন, ‘জাতীয় দলের পারফরম্যান্সে আমি গর্বিত এবং আমি মেসিকে বলছি কোন ধরনের সমালোচনা শোনার দরকার নেই। আমি চাই বিশ্বের সেরা খেলোয়াড়টি আরও অনেক বছর দেশের হয়ে খেলুক।’

২০০৫ সালে শুরু করেছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ার। বহু সাফল্যের কারিগর মেসি দেশকে কিছু দিতে পারেননি বলে দুয়োধ্বনি শুনতে হয়েছে সব সময়ই। ভেবেছিলেন বদলে দেবেন সব ধারণা। কিন্তু শেষ বেলায় হতাশাই জুটলো তার ভাগ্যে। দেশের জার্সি খুলে রাখলেন নিজের ১১৩তম ম্যাচে। অবশ্য সঙ্গে রয়ে গেল দেশের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড।