English Version
আপডেট : ২৫ জুন, ২০১৬ ১৪:৪৯

সাফল্য ক্ষুধা আগের মতোই: মেসি

অনলাইন ডেস্ক
সাফল্য ক্ষুধা আগের মতোই: মেসি

২৯তম জন্মদিনে শুক্রবার (২৪ জুন) আর্জেন্টাইন অধিনায়ক মেসি জানিয়েছেন, সাফল্য ক্ষুধা আগের মতোই রয়েছে । তাই আরো অনেক বছর আমি খেলে যেতে চাই।

আগামিদিন সকালে কোপা আমেরিকার ফাইনালে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। গতবার এই টুর্নামেন্টে চিলির বিপক্ষে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করায় এবার প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামবে মেসির দল।

বার্সেলানা ক্লাবের সাফল্যের মধ্য দিয়েই ফুটবল জগতে মেসির বেড়ে ওঠা। তাই যতদিন সম্ভব এই ক্লাবের হয়েই আরো শিরোপা জয়েরও প্রত্যয় ব্যক্ত করেছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

২০০৪ সালে অভিষেকের পর থেকে বার্সেলোনার হয়ে ২৮টি শিরোপা জিতেছেন মেসি। এ সময়ে ক্লাব ও লা লিগার সর্বোচ্চ গোল করাসহ গড়েছেন আরো অনেক রেকর্ড।

তবে আরো শিরোপা জয়ের প্রত্যয় ব্যক্ত করে মেসি বলেন, ‘শারীরিক ও মানসিকভাবে আমি খুব ভালো বোধ করছি। মাঠে নামলে সবসময়ই আমার খুব ভালো লাগে।

সব সময় বলেছি, বার্সেলোনায় আমি ভালো আছি এবং যতদিন ক্লাব ও মানুষ চাবে আমি, তত দিন আমি তাদের নতুন চ্যালেঞ্জ জিততে সাহায্য করব।

চোট সমস্যা না থাকলে এবং ভাগ্য সহায় হলে, আরো অনেক বছর আমি খেলে যেতে চাই।’

২৯ বছর পূর্ণ করা মেসি দেশের হয়ে প্রথম শিরোপা জয়ের কাছাকাছি। গত ২৩ বছর বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। তাই আগামীকাল কোপায় চ্যাম্পিয়ন হলে ক্লাবের সাফল্যের সঙ্গে দেশের জার্সিতেও বড় শিরোপার মধ্য দিয়ে আরো উঁচুতে জায়গা করে নেবেন আর্জেন্টিনা ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা।