English Version
আপডেট : ২৪ জুন, ২০১৬ ১০:২৮

মেসির জন্মদিন অাজ

অনলাইন ডেস্ক
মেসির জন্মদিন অাজ

ফুটবলের যাদুকর লিওনেল মেসি। গোটা ফুটবল দুনিয়া তার পায়ের যাদুতে মুগ্ধ । আজ ২৪ জুন ২৯ বছরে পা রাখলেন মেসি। শুভ জন্মদিন লিওনেল মেসি।

যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি এখন। দুইদিন পরই শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে খেলবেন মেসি। তাই অপেক্ষা এবার ফাইনাল খেলার। প্রতিপক্ষ চিলি। ফাইনালের দুইদিন আগে তার জন্মদিন। এই মুহুর্তে অনুভূতিটা কেমন মেসির? ফুটবল দুনিয়ার সব ভক্ত-অনুরাগীরাই নিশ্চিত জানতে অধীর আগ্রহ নিয়েই অপেক্ষায় রয়েছেন।

প্রিয় ফুটবলার কিভাবে তার ২৯তম জন্মদিনটাকে উৎযাপন করবেন। তবে শুক্রবার সকাল পর্যন্ত গুগলে অনেক খোঁজাখোঁজি করেও মেসির জন্মদিনের কোন আপডেট মিলেনি।

বারবারই ভেসে উঠছে পুরোনো স্মৃতি! আশ্চার্য্য হলেও সত্য যে, গত দুই বছরের সঙ্গে এবারের জন্মদিনের মিলটাও দারুণ। ফুটবলের জন্য এবারও দেশের বাইরে অবস্থান করছেন এলএম টেন। গত বছর কোপা আমেরিকায় খেলিতে চিলিতে অবস্থান করছিলেন মেসি। তার আগের বছর বিশ্বকাপের জন্য ব্রাজিলে। এবারও সেই কোপার জন্য মার্কিন মুলুকে অবস্থান করছেন মেসি। এবার চিলির বিপক্ষে কোপার ফাইনাল তার দল।

বিশ্ব ফুটবলের সেরা তারকার মেসির দিনটা কিভাবে কাটবে? ভক্ত-অনুরাগীরা নিশ্চিত করেই উন্মুখ হয়ে আছেন তা জানতে। লিওনেল মেসি তো প্রকৃতপক্ষেই কিংবদন্তি। আর্জেন্টিনা কিংবা বার্সা সমর্থকদের কাছে তারও চেয়ে আরও কিছুটা বেশি।

কিন্তু মেসিকে কিংবদন্তি মানতে নারাজ কেবল নিন্দুকরাই। সমালোচকদের অযুহাত মেসি এখনও দেশের হয়ে কোন শিরোপা জিতেননি। ব্রাজিলের পর চিলিতে যা পারেননি, এবার কোপার শতবার্ষিকী আসরে কী পারবেন মেসি? ২৩ বছরের শিরোপা-খরা ঘুচিয়ে মেসির গায়ে লাগুক সেই কিংবদন্তির ট্যাগ!

জন্মদিনে মেসি ভক্তদের প্রত্যাশাটা ঠিক এমনই।