English Version
আপডেট : ২৩ জুন, ২০১৬ ১৭:৪০

আজ বিশ্ব অলিম্পিক দিবস

অনলাইন ডেস্ক
আজ বিশ্ব অলিম্পিক দিবস

বিশ্ব অলিম্পিক দিবস আজ। ২০১৬ সালে অলিম্পিক দিবসটি বিশ্বব্যাপী ব্যাপকভাবে পালিত হচ্ছে। এ সপ্তাহে ছয়টি মহাদেশে এ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। যেখানে অংশ নিচ্ছে ১৬০টিরও বেশি এনওসি।

ক্রীড়া তারকা ট্যুর ডি ফ্রান্স বিজয়ী এবং অলিম্পিক পদকজয়ী ক্রিস ফ্রুম মানুষকে এ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছেন।

তিনি বলেন, ‘উদ্যমী হও এবং কিছু খেলা খেল।’

অনেক দেশে ছুটির দিনে অলিম্পিক ডে রানটি অনুষ্ঠিত হয়। এ বছর শত সহস্র মানুষ এ দৌঁড়ে অংশগ্রহণ করেছে। আর এখানে অনেকেই এমন রয়েছেন যারা প্রথমবারের মতো শারীরিক এবং মানসিকভাবে খেলার উপকারিতা অর্জন করছেন।

বর্তমানে কিন্তু অলিম্পিক দিবসের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটি এখন শুধু একটি ক্রীড়া ইভেন্টই নয়’ তারচেয়েও বেশি কিছু। জাতীয় অলিম্পিক কমিটি ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষাকার্যক্রমকে তিনটি পিলারের ওপর ভিত্তি করে প্রসারিত করার চেষ্টা করছে।

সেগুলো হলো- ‘মুভ (এগিয়ে যাওয়া), লার্ন (শেখা) এবং ডিসকভার (আবিষ্কার করা)। যেখানে বয়স, লিঙ্গ, সামাজিক পটভূমি সবকিছুকেই অগ্রাহ্য করা হয়। সবাই সবরকম ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে পালন করে দিবসটি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের সামাজিক যোগযোগের মাধ্যম বৃদ্ধি পাওয়াতে অলিম্পিক কমিটির কাজের গতিশীলতাও অনেক বৃদ্ধি পেয়েছে।

এদিকে, অলিম্পিকের ধারণাকে প্রচার করার উদ্দেশ্যেই ১৯৪৩ সালে স্কটহোমে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ৪১তম অধিবেশনে ‘বিশ্ব অলিম্পিক দিবস’ পালনের প্রস্তাব রাখা হয়। প্রস্তাবটি করেন চেকোস্লোভাকিয়ার সদস্য ড. গ্রাস। পরের বছর আইওসি অধিবেশনে গিয়ে প্রস্তাবটি গৃহীত হয়। আর তারপর থেকেই ১৭-২৪ জুনের মধ্যে দিবসটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

১৯৪৮ সালের ২৩ জুন প্রথম বিশ্ব অলিম্পিক দিবস পালন করা হয়। সে সময় পর্তুগাল, গ্রিস, অস্ট্রিয়া, কানাডা, সুইজারল্যান্ড, গ্রেট ব্রিটেন, উরুগুয়ে, ভেনেজুয়েলা ও বেলজিয়াম নিজ নিজ দেশে দিবসটি পালন করে। পরে ১৯৭৮ সালে সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্বব্যাপী জাতীয় অলিম্পিক কমিটি (এনওসি) কর্তৃক অলিম্পিক দিবস পালন করা হবে। গত ২০ বছর ধরে অলিম্পিক ডে রান পালিত হয়ে আসছে বিশ্বব্যাপী। যার শুরু হয়েছিল ১৯৮৭ সালে। সে সময় মোট ৪৫টি এনওসি অলিম্পিক ডে রান পালন করে। তবে এরপর থেকে ক্রমেই এর সংখ্যা বাড়ছে।