English Version
আপডেট : ২২ জুন, ২০১৬ ০৩:৫১

ফেঁসে যাচ্ছেন তামিম

অনলাইন ডেস্ক
ফেঁসে যাচ্ছেন তামিম

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহার করে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তামিম ইকবাল। তার বিরুদ্ধে কমিটির কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন আম্পায়াররা। এখন প্রশ্ন হচ্ছে কী ধরনের শাস্তি হতে পারে আবাহনী অধিনায়কের?

সংশ্লিষ্ট সূত্র বলছে, বিসিবিও ঘটনাটি নিয়ে নিরপেক্ষ তদন্ত চাইছে। তবে শাস্তির পরিমাণ কেমন হবে তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

কেননা আবাহনীর প্রতি বিসিবির শীতল একটা সমর্থন এবার স্পষ্ট। তাই অনেকেই মনে করছেন যে কোনোভাবে অধিনায়কের শাস্তি কমিয়ে ফেলবেন তারা।

একটি সূত্র বলছে, তামিমকে জরিমানা করে সতর্ক করে দেয়া হতে পারে।

গত ১২ জুন বিকেএসপিতে প্রাইম দোলেশ্বর ম্যাচে একটি স্ট্যাম্পিংয়ের জোরালো আবেদন নাকচের পর আবাহনী অধিনায়ক আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেন। আগামীকাল বুধবার বিকেলের মধ্যেই জানা যাবে শেষ পর্যন্ত কী শাস্তি হচ্ছে তামিমের।

গত ১৯ জুন বিসিবি পরিচালক পর্ষদের সভায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন চারজনের একটি কমিটি গঠন করে দেন ১২ জুনের ম্যাচটি সম্পর্কে একটি সিদ্ধান্ত নেয়ার জন্য। নাজমুল করিম টিংকু, শেখ সোহেল, রকিবুল হাসান ও আতহার আলীকে নিয়ে গড়া ওই কমিটির ওপর আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচের ভাগ্য ও তামিম ইস্যু খুঁটিয়ে দেখার দায়িত্ব দেয়া হয়েছে। আজ দুপুরে শের-ই বাংলায় ওই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে আম্পায়ার মন্টু দত্ত নতুন রিপোর্ট জমা দিয়েছেন।