English Version
আপডেট : ২১ জুন, ২০১৬ ০৩:৩৪

ওয়ালটন শিরোপা জয়ের শীর্ষে আবাহনী

অনলাইন ডেস্ক
ওয়ালটন শিরোপা জয়ের শীর্ষে আবাহনী

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে টিকে আছে ঢাকার তিনটি ক্লাব। বাকি তিনটি ক্লাব রয়েছে পিছিয়ে।  শিরোপা প্রত্যাশী আবাহনীর বর্তমান পয়েন্ট ২০। ১৪ ম্যাচে ১০ জয় ও ৪ পরাজয় নিয়ে শীর্ষে আছে তারা। তাদের একটি ম্যাচের ফল স্থগিত আছে।

দুইয়ে থাকা রূপগঞ্জের পয়েন্টও ২০। তবে আবাহনীর থেকে একটি ম্যাচ বেশি খেলেছে তারা। ৯ জয় ও ৪ পরাজয়ে দুই অবস্থান করছে তারা। তবে রূপগঞ্জের নামের পাশে যুক্ত আছে একটি করে ড্র ও টাই। অর্থ্যাৎ একটি ম্যাচে কোনো ফল বের হয়নি ও একটি ম্যাচ টাই হয়েছে। ফলে দুই ম্যাচে এক পয়েন্ট করে অর্জন করে তারা।

তিনে থাকা প্রাইম দোলেশ্বরেরও শিরোপার দাবিদার! ১৪ ম্যাচে ৯ জয় ও ৫ পরাজয়ে তাদের পয়েন্ট ১৮। আবাহনীর মত তাদেরও একটি ম্যাচের ফল স্থগিত আছে। শেষ ম্যাচে জয় ও স্থগিত হওয়া ম্যাচে পুনরায় খেলে জয় পেলে তাদের হাতে উঠবে লিগের শিরোপা। তবে তাদেরকে আবাহনী ও রূপগঞ্জের পরাজয়ের প্রার্থনাও করতে হবে।