English Version
আপডেট : ২০ জুন, ২০১৬ ০৪:১৯

বোলিং অবৈধ, খেলতে পারবেন না ইরাঙ্গা

অনলাইন ডেস্ক
বোলিং অবৈধ, খেলতে পারবেন না ইরাঙ্গা

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য শ্রীলঙ্কার পেসার শামিন্দা ইরাঙ্গার উপর নিষেধাজ্ঞা চাপাল আইসিসি। বোলিং অ্যাকশন না শোধরানো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না ইরাঙ্গা।

রোববার (১৯ জুন) এই ঘোষণা করে আইসিসি।

হৃদরোগের সমস্যার জন্য ডাবলিনের হাসপাতালে ভর্তি রয়েছেন ইরাঙ্গা। শনিবার (১৮ জুন) আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৩৬ রানে জয়ের পর অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই  শারীরিক পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই নিজেধাজ্ঞার খবর জানতে পারেন ইরাঙ্গা।

গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি-র কাছে অভিযোগ জমা পড়ে। সেই পেক্ষিতে ৬ জুন আইসিসি অনুমোদিত মধ্য লন্ডনের লাফবোরোর ন্যাশনাল ক্রিকেট পারফরম্যান্স সেন্টারে ইরাঙ্গার বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়। সেখানেই ধরা পড়ে অনুমোদিত ১৫ ডিগ্রির টলারেন্স লেভেল ছাড়িয়ে যাচ্ছে তাঁর অ্যাকশন। এর পরই তাঁর উপর নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়।