English Version
আপডেট : ২০ জুন, ২০১৬ ০৩:১২

রোনাল্ডোর পারফরমেন্সে ভক্তরা হতাশ

অনলাইন ডেস্ক
রোনাল্ডোর পারফরমেন্সে ভক্তরা হতাশ

পর্তুগালের স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইউরো টুর্নামেন্টে সুবিধা করতে পারছেন না। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন শিপের ২ ম্যাচে ভক্তদের হতাশ করেছেন তিনি।

২ খেলায় গোল করার জন্যে দুই ডজন সুযোগ পেয়ে ব্যর্থ হন রোনাল্ডো।  এবারের টুর্নামেন্টে বেশিরভাগ টিমের পাওয়া সুযোগের চেয়ে তার দলের গোল করার এই সুযোগের সংখ্যা ছিল বেশি। রোববার (১৯ জুন) অস্ট্রিয়ার সাথে খেলায় বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিলেন রোনাল্ডো। একের পর এক আক্রমণ করেও শেষ পর্যন্ত গোলের দেখা পাননি তিনি।

খেলার শেষের দিকে একটি পেনাল্টি পেলেও গোল করতে পারেনি তিনি।  তাই শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে। প্রথম ম্যাচেও আইসল্যান্ডের সঙ্গে ড্র করেছিলো পর্তুগাল।

এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বড়ো ধরনের টুর্নামেন্টে ৩৬টি ডাইরেক্ট ফ্রি-কিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন ফুটবল সেনসেশন ক্রিস্টিয়ানো রোনাল্ডো যিনি তার ভক্তদের কাছে সিআর সেভেন নামে পরিচিত। তার জার্সি নম্বর ৭।

ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার দেশ ও দলের হয়ে করা শেষ পাঁচটি পেনাল্টির ৪টিই মিস করেছেন। আগামী বুধবার হাঙ্গেরির সাথে ম্যাচটি পর্তুগালের জন্যে খুবই গুরুত্বপূর্ণ- সেদিন হবে বাঁচা মরার লড়াই।