English Version
আপডেট : ১৮ জুন, ২০১৬ ১৫:৪০

মুস্তাফিজের খেলায় মুগ্ধ শেন ওয়ার্ন, স্থান একাদর্শে

অনলাইন ডেস্ক
মুস্তাফিজের খেলায় মুগ্ধ শেন ওয়ার্ন, স্থান একাদর্শে

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই মুগ্ধতা ছড়াচ্ছেন পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। তার বাঁ হাতের কাটার, স্লোয়ারের জাদুতে ইতিমধ্যে জয় করেছেন ভক্তসহ ক্রিকেট বোদ্ধার হৃদয়। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নও মুগ্ধ বাংলাদেশের তরুণ পেসারে। ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাস আপডেটে তেমন আভাসই মিলছে।

শুক্রবার মাঝরাতে ফেসবুকে এক স্ট্যাটাস আপডেটে নিজের বাছাই করা বিশ্বের সেরা টি-টোয়েন্টি একাদশের তালিকা দেন ওয়ার্ন। আর সেই একাদশে তিনি রেখেছেন কাটার মাস্টার মুস্তাফিজকে। এই একাদশে অস্ট্রেলিয়ার দু'জন, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের একজন করে স্থান পেয়েছেন ওয়ার্নের সেরা টি-টোয়েন্টি একাদশে। ওয়ার্নের সেরা টি-টোয়েন্টি একাদশের সদস্যরা হলেন— ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, মিচেল স্টার্ক, সুনীল নারিন ও মুস্তাফিজুর রহমান।