English Version
আপডেট : ১৬ জুন, ২০১৬ ০৪:১৮

আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলবেন আশরাফুল

অনলাইন ডেস্ক
আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলবেন আশরাফুল

২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলার সম্ভাবনা রয়েছে মোহাম্মদ আশরাফুলের। এটি অবশ্য নির্ভর করবে আশরাফুলের পারফরমেন্সের উপর। এই বছরই শেষ হবে আশরাফুলের সাজার মেয়াদ। আশরাফুল খেলতে পারবেন বিপিএল। বিপিএলে যদি আশরাফুল ভালো পারফরমেন্স করে চমক দেখাতে পারেন তাহলে চ্যাম্পিয়ন ট্রফির খেলা অনেকটা নিশ্চিত হয়ে যাবে। এছাড়া চ্যাম্পিয়ন ট্রফির আগে বাংলাদেশ প্রিমিয়াম লিগে খেলবেন আশরাফুল। সেখানেও ভালো পারফরমেন্স করতে হবে।

পাকিস্তানের আমির অনেকদিন শাস্তি ভোগ করে বর্তমানে পাকিস্তান জাতীয় দলে হয়ে ভালো খেলছেন। আশরাফুলও তাই করতে পারবেন। মোহাম্মদ আশরাফুল বর্তমানে বিভিন্ন ক্রিকেট লিগ খেলার ব্যস্ততার মধ্যে আছেন। সুতরাং বোঝা যাচ্ছে তিনি সম্পূর্ণ তৈরী আছেন জাতীয় দলে খেলার জন্য। ২০১৭ চ্যাম্পিয়ন ট্রফি হবে ইংল্যান্ডে মাটিতে। বাংলাদেশের গ্রুপে রয়েছে শক্তিশালী ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ২০০৫ সালে ইংল্যান্ডে মাটিতে মোহাম্মদ আশরাফুল অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরী করে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন। ইংল্যান্ডে মাটিতে খেলার অভিজ্ঞতা আশরাফুলের রয়েছে।

এছাড়া নিউজিল্যান্ডে বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ে আশরাফুল অসাধারণ হাফ সেঞ্চুরী করেছিলেন। ওয়ানডেতে বাংলাদেশে হয়ে সবচেয়ে বেশী ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে আশরাফুলের। এছাড়া ওয়ানডেতে ২০টি হাফ সেঞ্চুরী ও ৩টি সেঞ্চুরী রয়েছে আশরাফুলের। আশরাফুল খুব শীগ্রই জাতীয় দলে ফিরে আসবেন। আশরাফুলের জন্য শুভকামনা।