English Version
আপডেট : ১৫ জুন, ২০১৬ ১৬:২০

জেগে ওঠার লক্ষে অধিনায়কের দায়িত্ব ছাড়লেন মুশফিক

অনলাইন ডেস্ক
জেগে ওঠার লক্ষে অধিনায়কের দায়িত্ব ছাড়লেন মুশফিক

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন মুশফিকুর রহিম। এ আসরে শুরু থেকেই দলটির অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই তিনি সরে গেলেন এই দায়িত্ব থেকে।

জানা গেছে, নিজের ব্যাটিং পারফরম্যান্স ফিরিয়ে আনতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার সাভারে সুপার লিগের দ্বিতীয় ম্যাচে তার দল মোহামেডান মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী। এদিন হঠাৎ করেই অধিনায়কের পরিবর্তন দেখা যায় সাদাকালো শিবিরে। মুশফিকের জায়গায় অধিনায়ক হিসেবে দেখা যায় নাঈম ইসলামের নাম।