English Version
আপডেট : ১৪ জুন, ২০১৬ ১৫:০৫

প্রতিশোধ নিল ক্যারিবীয়রা

অনলাইন ডেস্ক
প্রতিশোধ নিল ক্যারিবীয়রা

ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দেখায় ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১১৬ রানে অলআউট হয়ে ম্যাচ হারে। তবে দ্বিতীয় দেখায় অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই প্রতিশোধ নিয়েছে ক্যারিবীয়রা।

সোমবার (১৩ জুন) রাতে সেন্ট কিটসে ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মারলন স্যামুয়েলসের দারুণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ১ রানেই অ্যারন ফিঞ্চের উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় উইকেটে উসমান খাজা ও অধিনায়ক স্টিভেন স্মিথের বড় জুটিতে প্রতিরোধ গড়ে অসিরা।

২৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১ উইকেটে ১৩৯। দলীয় ১৭৪ রানে স্মিথ (৭৪) কার্লোস ব্রাফেটকে ফিরতি ক্যাচ দিলে ভাঙে ১৭০ রানের বড় জুটি। খাজা অবশ্য সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেঞ্চুরি থেকে ২ রান দূরে থাকতে রানআউটে কাটা পড়েন অস্ট্রেলিয়ান ওপেনার। তার ১২৩ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কার মার।

অস্ট্রেলিয়াও বড় সংগ্রহের ইঙ্গিত দিয়ে শেষ পর্যন্ত ৭ উইকেটে তুলতে পারে ২৬৫ রান। স্মিথের আউটের পর নামা জর্জ বেইলের ব্যাট থেকে ৫৫ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার, কাইরন পোলার্ড ও ব্রাফেট নেন ২টি করে উইকেট।

জবাবে ওয়েস্ট ইন্ডিজের জয়ের ভিত গড়ে দেন মূলত দুই ওপেনার জনসন চার্লস ও আন্দ্রে ফ্লেচার। উদ্বোধনী জুটিতে ৯.৫ ওভারেই ৭৪ রান যোগ করেন এই দুজন। ফ্লেচার ২৭ বলে ২৭ রান করে ফিরে গেলে ভাঙে জুটি। খানিক বাদে চার্লস বিদায় নেন ৩৮ বলে ৪৮ রানের ইনিংস খেলে।

এরপর তৃতীয় উইকেটে ডোয়াইন ব্রাভোর (৩৯) সঙ্গে ৮২ ও চতুর্থ উইকেটে দিনেশ রামদিনের সঙ্গে (২৯) ৭৩ রানের বড় দুটি জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন স্যামুয়েলস। রানআউটে কাটা পড়ায় স্যামুয়েলসও সেঞ্চুরি মিস করেছেন ৮ রানের জন্য। তার ৮৭ বলে খেলা ৯২ রানের ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কার মার।

স্যামুয়েলসের বিদায়ের পর জয়ের বাকি কাজটুকু সারেন পোলার্ড (১৬) ও ব্রাফেট (৩)। ৪৫.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ম্যাচসেরা হয়েছেন স্যামুয়েলস।