English Version
আপডেট : ১২ জুন, ২০১৬ ১৫:৩৫

বাবা হচ্ছেন আশরাফুল

অনলাইন ডেস্ক
বাবা হচ্ছেন আশরাফুল

খুশির উৎসবে মেতে উঠবেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। সেপ্টেম্বরে তার স্ত্রীর কোল জুড়ে আসছে সন্তান। এই তথ্য নিশ্চিত করেছেন আশরাফুলের বাবা।

এখন বাবা হওয়ার অগ্রিম আনন্দে আত্মহারা আশরাফুল। এটাকে সুদিনের ইঙ্গিত হিসেবে দেখছেন আশরাফুল।

তিনি বলেন ‘ ভালো লাগছে। প্রথম সন্তানের বাবা হওয়ার অনুভূতির তুলনা নেই। বাবা হচ্ছি, ক্রিকেটেও ফিরতেছি, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।’

গত বছর ১১ ডিসেম্বর অনিকা তাসলিমা অর্চিকে বিয়ে করেন আশরাফুল। তিনি জানান, ক্রিকেট নিয়ে তার স্ত্রীর তেমন আগ্রহ নেই। তবে ক্রিকেটে ফিরতে ঠিকই স্বামীকে প্রেরণা দিয়ে গেছেন তিনি।