English Version
আপডেট : ১১ জুন, ২০১৬ ১৫:৩৭

মেসির হ্যাটট্রিকে বিধ্বস্ত পানামা

অনলাইন ডেস্ক
মেসির হ্যাটট্রিকে বিধ্বস্ত পানামা

পানামাকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা। শনিবার সকালে যুক্তরাষ্ট্রে পানামাকে ৫-০ গোলে হারিয়েছে মেসির দল আর্জেন্টিনা। ইনজুরি কাটিয়ে লিওনেল মেসি কোপা আমেরিকার প্রথম ম্যাচেই হ্যাটট্রিক।

শিকাগোতে ম্যাচের শুরুতে মেসিকে একাদশে না পেয়ে হতাশ পড়েন ভক্তরা। তবে ৬১ মিনিটে মেসিকে মাঠে নামতে দেখে স্টেডিয়াম আনন্দে মাতেন ভক্তরা। মাত্র আধঘন্টা মাঠে থেকেই মেসি যা করে দেখিয়েছেন তা এক কথায় অসাধারণ। নিজে হ্যাটট্রিক করেছেন, সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন। তার মাঠে নামার আগে পানামার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা।

আর্জেন্টিনার সুপারস্টার প্রথম গোলটি করেন ৬৮ মিনিটে। ডি বক্সের ভিতরে হিগুয়েনের শট ফেরত পাঠান মিলার। অবশ্য তার হাতে লেগে বল ফেরত আসে মেসির পায়ে। রেফারি হ্যান্ডবল না ডাকায় মেসিও খেলা চালিয়ে যান। বল পেয়ে লক্ষ্যভেদ করতে কোনো সমস্যা হয়নি মেসির। দশ মিনিটের ব্যবধানে মেসিকে ডি বক্সের বাইরে ফেলে দেন আলফেনসো হেনরিকিউস লেডেসমা। ২৫ গজ দূর থেকে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। বাঁ পায়ের যাদুকর হাওয়ায় ভাসিয়ে বল পানামার জালে জড়ান। বাঁদিকে ঝাপিয়ে জিমি পেনেডো পানামাকে গোল হজম থেকে বাঁচাতে পারেনি।

৮৭ মিনিটে পানামা শিবিরে শেষ পেরেকটি ঠুকে দেন মেসি। রোজোর বাড়ানো পাসে ডি বক্সের ভিতরে বল পান মেসি। দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে আবারও বাঁ পায়ে শট নিয়ে লক্ষ্যভেদ করেন এ ফরোয়ার্ড। তিন মিনিট পর ম্যাচের অন্তিম মুহুর্তে মেসির বড় কিকে গোল পোস্টের খুব কাছে বল পান রোজো। রোজো বল দেন সার্জিও অ্যাগুয়েরোকে। হেড দিয়ে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনার সমর্থকদের পঞ্চম গোলের স্বাদ দেন অ্যাগুয়েরো ।