English Version
আপডেট : ৯ জুন, ২০১৬ ১৪:৪৬

ইউরো চ্যাম্পিয়নশীপের আগেই আত্মবিশ্বাসী পর্তুগাল

অনলাইন ডেস্ক
ইউরো চ্যাম্পিয়নশীপের আগেই আত্মবিশ্বাসী পর্তুগাল

ইউরো চ্যাম্পিয়নশীপ ২০১৬ আসর শুরু শুক্রবার। জমজমাট এ আসর মাঠে গড়ানোর আগেই অনুশীলনে নিজেদের পরখ করে নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো।

ইউরোকে সামনে রেখে বুধবার (৮ জুন) রাতে প্রস্তুতি ম্যাচে এস্তোনিয়ার মুখোমুখি হয় পর্তুগাল। ঘরের মাঠ এস্তাদিও স্পোটিং লিসবনের ওই ম্যাচে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে প্রতিপক্ষকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। চেনা কন্ডিশনে ম্যাচের ৩৬ এবং ৪৫ মিনিটে রোনালদোর জোড়া গোল ছাড়াও পর্তুগালের হয়ে জোড়া গোল পান রিকার্ডো কারেসমা (৩৯ মিনিট, ৭৭ মিনিট)। তাছাড়া ম্যাচের ৫৫ মিনিটে ড্যানিয়েল প্যারেইররা এবং এডারের এক গোলের পাশাপাশি ৬১ মিনিটে পর্তুগিজদের আর একটি গোল আসে এস্তানিয়ার খেলোয়াড় মেটসের কল্যাণে।

ইউরোপীয় শ্রেষ্ঠত্বের আসর ইউরো চ্যাম্পিয়নশীপ শুরুর আগেই নিজেদের আত্মবিশ্বাসটুকু একটু বাড়িয়ে নিল পর্তুগাল।

স্বাগতিক ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে ফেবারিটের তালিকায় ধরা হয় রোনালদোর পর্তুগালকেও।