English Version
আপডেট : ৮ জুন, ২০১৬ ১৫:৪৭

খেলাটি পন্ড, রিজার্ভ ডেতে হবে ম্যাচ

অনলাইন ডেস্ক
খেলাটি পন্ড, রিজার্ভ ডেতে হবে ম্যাচ

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার শেষ রাউন্ডের ম্যাচটি বুধবার (৮ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় থেলাটি পন্ড হয়েছে। ফলে এই থেলাটি বৃহস্পতিবার (৯ জুন) রিজার্ভ ডেতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগের দিনে প্রচন্ড বৃষ্টির কারণে বিকেএসপির তিন নম্বর মাঠ খেলা অনুপযোগী হয়ে পড়ে। এজন্য সকালে টসও হয়নি। বেলা ১২টায় আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে ম্যাচটি রিজার্ভ  ডেতে নেওয়ার সিদ্ধান্ত দেন। বৃহস্পতিবার ব্রাদার্সের বিপক্ষে রূপগঞ্জ জয় পেলে ১৫ পয়েন্ট নিয়ে তারা থাকবে পয়েন্ট তালিকার শীর্ষে। সেদিক থেকে রূপগঞ্জের জন্য এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এদিকে ফতুল্লায় বুধবার ভিক্টোরিয়া-গাজী গ্রুপ ক্রিকেটার্সের লড়াইয়ের কথা থাকলেও ম্যাচটি একদিন পিছিয়ে বৃহস্পতিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এদুটি ম্যাচ দিয়ে আগামীকাল শেষ হবে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) প্রথম পর্ব। এর পর সেরা ছয় দলকে নিয়ে হবে সুপার লিগের লড়াই।