English Version
আপডেট : ৭ জুন, ২০১৬ ১৮:৩৬

বাংলাদেশের বোলিং কোচ হচ্ছেন না আকিব

অনলাইন ডেস্ক
বাংলাদেশের বোলিং কোচ হচ্ছেন না আকিব

হিথ স্ট্রিক চলে যাওয়ায় শূন্য পড়ে রয়েছে মাশরাফি বিন মর্তুজাদের বোলিং কোচের আসনটি। সেই আসন পূর্ণ করতে পাকিস্তানের সাবেক পেস তারকা আকিব জাভেদকে পছন্দ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে আকিবের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করেছিল। তবে বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

তাই বাংলাদেশের বোলিং কোচ হচ্ছেন না আকিব জাভেদ। এমনটাই জানিয়েছে পাকিস্তানের ইংরেজি ভাষার শীর্ষ দৈনিক দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

রোববার (৫ জুন) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্থানীয় সাংবাদিকদের জানিয়েছিলেন যে, বোলিং কোচের বিষয়ে আকিব জাভেদের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়েছে। দুই-এক দিনের মধ্যে এই বিষয়ে আকিবের উত্তর জানা যাবে।

নাজমুল হাসান পাপনের এই বক্তব্যের এক দিন পরই সোমবার (৬ জুন) দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আকিব। যদিও এই বিষয়ে আকিবের কোনো বক্তব্য দেয়নি তারা।