English Version
আপডেট : ৭ জুন, ২০১৬ ১৩:০৫

সাসেক্স এখনও মুস্তাফিজের অপেক্ষায় !

অনলাইন ডেস্ক
সাসেক্স এখনও মুস্তাফিজের অপেক্ষায় !

আইপিএলের পর ইংলিশ কাউন্টিতে ডাক পেয়েছিল বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলার কথা ছিল তার।

আইপিএলের শেষে দেশে ফিরে মুস্তাফিজের ফিটনেস টেস্টের পর দেখা যায় যে, হ্যামেস্ট্রিং ইনজুরির সমস্যা এখনো সেরে উঠে পারেনি এ বাঁহাতি পেসার।

তাই বিসিবি মুস্তাফিজকে কিছুদিনের জন্য বিশ্রামের আদেশ দেয়। যার কারনে মুস্তাফিজের ইংল্যান্ড সফর বিলম্বিত হচ্ছে।

এদিকে সাসেক্স মুস্তাফিজের বদলী হিসেবে দক্ষিন আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার ডেভিড ওয়াইসেকে দুই ম্যাচের জন্য দলে ভিড়িয়েছিল।

মুস্তাফিজের যাত্রা বিলম্বিত হওয়ায় ওয়াইসের সাথে চুক্তি বর্ধিত করলো দলটি। সাসেক্সের হয়ে দুই ম্যাচ খেলে দুটিতেই জয়ের দেখা পেয়েছেন ওয়াইসে।১ জুন সামারসেটের বিপক্ষে বল হাতে ৩৮ রানে চার উইকেট শিকার করেন তিনি। শুক্রবার নিজের দ্বিতীয় ম্যাচে সারে’র বিপক্ষে ৮ বলে ১৬ রান করেন এই অলরাউন্ডার। ওয়াইসেকে দলে রাখতে পেরে সাসেক্স অধিনায়ক লুক রাইট খুবই উচ্ছ্বসিত। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আমাদের ভাগ্য ভালো আমরা তাকে(ওয়াইসে) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের(সিপিএল) যাওয়ার আগে ধরে রাখতে পেরেছি।’

মুস্তাফিজের ইস্যুতে সাসেক্স অধিনায়ক তাদের অপেক্ষার কথা জানিয়ে বলেন,‘আমরা মুস্তাফিজের হ্যামিস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠার অপেক্ষায় আছি। আমি মনে করি মুস্তাফিজের ইনজুরি সমস্যা খুব বেশি নয়।’ উল্লেখ্য যে, আগামী শুক্রবার টি-টুয়েন্টি ব্লাস্টে সাসেক্সের প্রতিপক্ষ কাউন্টি দল কেন্ট।