English Version
আপডেট : ৫ জুন, ২০১৬ ১৬:২৪

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ লড়াই প্রভিডেন্সে

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ লড়াই প্রভিডেন্সে

সদ্য শেষ হওয়া টি২০ বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ আর ওয়ানডের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া । এই দুই চ্যাম্পিয়নের লড়াই দেখা যাবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রোববার (৫ জুন)।

উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে বাড়তি সুবিধা নিয়ে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের মোকাবেলা করবে টি২০ বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন ফাস্ট বোলার মিচেল স্টার্ক। আইপিএল খেলতে গিয়ে চোট পেয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ। এদের সবাই রয়েছেন অস্ট্রেলিয়া দলে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে ক্যারিবিয়দের। প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে শেষবার ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ম্যাচ খেলেছিল ২০১৫  সালের নভেম্বরে।

তা ছাড়া টি২০ ক্রিকেটে তারা অপ্রতিরোধ্য হলেও ওয়ানডেতে এখনো বড় দলে পরিণত হতে পারেনি।

এমনকি ওয়েস্ট ইন্ডিজ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও বাদ পড়েছে। তাই টি২০ ক্রিকেটের মতো ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডেতেও রিদম ফিরে পেতে চাইছে। সে লক্ষ্যে অপরিবর্তিত দল নিয়েই ক্যাঙারুদের মোকাবেলা করবে জেসন হোল্ডারের  দল।

এই সিরিজে অস্ট্রেলিয়রা তাকিয়ে থাকবে চোট কাটিয়ে ফেরা স্টার্কের  দিকে। আইপিএলে দুরন্ত বোলিং করা অ্যাডাম জামপাও থাকছে এই তালিকায়। তিনি জুটি বাঁধবেন অফ স্পিনার লাথান লায়নের সঙ্গে। পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়া ছিল এমন শেষ পাঁচটি ত্রিদেশীয় সিরিজের মধ্যে চারটিই জিতেছে অসিরা। একবার জিতেছে পাকিস্তান। 

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস  ব্রাফেট, সুনীল  নারিন, জেরমে টেলর ও সুলিমান বেন।

অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, অ্যাডাম জামপা, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন।