English Version
আপডেট : ১ জুন, ২০১৬ ১৮:৪১

আইসিসির উদ্বোধনী ম্যাচে খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড

অনলাইন ডেস্ক
আইসিসির উদ্বোধনী ম্যাচে খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড

২০১৭ সালের জুন মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগ। এই টুর্নামেন্টে বাংলাদেশে নিজেদের খেলা নিশ্চিত হয় ২০১৫ সালে। তেমনি চূড়ান্ত সূচিও প্রকাশ করেছে আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল)। আর এই উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে খেলবে ইংল্যান্ড।

আইসিসি বুধবার (১ জুন) দুপুরে এ সূচি চূড়ান্ত করেছে।

 সূচি অনুসারে, এ টুর্নামেন্টে বাংলাদেশ দলের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড। তারা ২০১৭ সালের ১ জুন ওভালে মুখোমুখি হবে। ২ জুন এজবাস্টনে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড এবং ৩ জুন ওভালে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে।

আইসিসি র‌্যাঙ্কিয়ে থাকা আটটি দল নিয়ে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এ আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করে সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ গ্রুপ ‘এ’তে পড়েছে। আর তাদের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। আর ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

আগামী বছর ১ জুন থেকে শুরু হতে যাচ্ছে এ টুর্নামেন্টটি। যা শেষ হবে ১৮ জুন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। মোট ১৮ দিনে টুর্নামেন্টে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হবে কার্ডিফ ওয়েলস, এজবাস্টন এবং ওভাল স্টেডিয়ামে।

চ্যাম্পিয়নস ট্রফির পূর্ণ সময়সূচি

১ জুন- ইংল্যান্ড বনাম বাংলাদেশ, দ্য ওভাল (দিবা), ২ জুন- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, এজবাস্টন (দিবা), ৩ জুন- শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা, দ্য ওভাল (দিবা), ৪ জুন- ভারত বনাম পাকিস্তান, এজবাস্টন (দিবা), ৫ জুন- অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, দ্য ওভাল (দিবা), ৬ জুন- ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, কার্ডিফ (দিবা), ৭ জুন- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, এজবাস্টন (দিবারাত্রি), ৮ জুন- ভারত বনাম শ্রীলঙ্কা, দ্য ওভাল (দিবা), ৯ জুন- নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, কার্ডিফ (দিবা), ১০ জুন- ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, এজবাস্টন (দিবা), ১১ জুন- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, দ্য ওভাল (দিবা), ১২ জুন- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান, কার্ডিফ (দিবা), ১৪ জুন- গ্রুপ এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ বি রানার্সআপ, ১ম সেমিফাইনাল, কার্ডিফ, ১৫ জুন- গ্রুপ বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ এ রানার্সআপ, ২য় সেমিফাইনাল, এজবাস্টন, ১৮ জুন- ফাইনাল, দ্য ওভাল, ১৯ জুন- রিজার্ভ ডে