English Version
আপডেট : ২৯ মে, ২০১৬ ২০:০২

মুস্তাফিজ আজ খেলবে

অনলাইন ডেস্ক
মুস্তাফিজ আজ খেলবে

আইপিএলের ফাইনালে মুস্তাফিজ খেলছেন তো? গত দুদিন ধরে এই প্রশ্ন ছিল বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মুখে মুখে। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটালেন মুস্তাফিজ নিজেই। নিজের ভেরিফাইড ফেসবুকে জানিয়ে দিলেন পুরো ফিট তিনি। আর কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরর বিপক্ষেও মাঠে নামছেন।

মুস্তাফিজের ফেসবুকে ঘোষণাটি দেয়া হয়েছে এভাবে, ‘মুস্তাফিজুর ভক্তদের জন্য সুখবর, রোববারই (২৯মে) ফাইনাল ম্যাচে খেলবে মুস্তাফিজ।’ বাংলাদেশের এই কাটার মাস্টার খেলার অর্থ আজ মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকবে সানরাইজার্স হায়দরাবাদ। নেহরার ইনজুরির পর মুস্তাফিজের চোট ভাবিয়ে তুলেছিল সানরাইজার্স ভক্তদের। এবারের আসরে ১৬ উইকেট নিয়ে হায়দরাবাদকে প্লে অফে তুলেন মুস্তাফিজ। তবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের আগে ইনজুরিতে পড়েন এই পেসার। যার কারণে গুজরাট লায়ন্সের বিপক্ষে গত ম্যাচে খেলতে পারেন নি মুস্তাফিজ।