English Version
আপডেট : ২৫ মে, ২০১৬ ১৯:৪৩

মুস্তাফিজ-সাকিবের কঠিন লড়াই

অনলাইন ডেস্ক
মুস্তাফিজ-সাকিবের কঠিন লড়াই

প্লে অফে খেলা নিশ্চিত করেছিল মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে দুটি ম্যাচে হেরে শীর্ষস্থান ধরে রাখতে পারেনি মুস্তাফিজুর দলটি। তাই এখন এলিমিনেটর ম্যাচের বাধা টপকাতে হবে তাদেরকে। আর এ ম্যাচে প্রতিপক্ষ দল সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়। তাই দুই দলের সামনেই কঠিন সমীকরণ অপেক্ষা করছে।

বুধবার (২৫ মে) ম্যাচটি দিল্লির ফিরোজ শাহ্ কোটলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

টেবিলের শীর্ষস্থানে থেকে দুই ম্যাচ হাতে রেখেই প্লে অফ নিশ্চিত করে ওয়ার্নার-মুস্তাফিজরা। কিন্তু শেষের ম্যাচ দুটিতে পরাজিত হয় দলটি। ফলে টেবিলের শীর্ষস্থান থেকে তৃতীয় স্থানে নেমে আসে। তাইতো সবার আগে প্লে অফ নিশ্চিত করেও খেলতে হবে এলিমিনেটর ম্যাচ।

এ ছাড়াও গ্রুপ পর্বে দুবার কলকাতার মুখোমুখিতে পরাজয়ের স্বাদ পেয়েছে হায়দ্রাবাদ। প্রথম ম্যাচে ৮ উইকেটে হেরেছে এবং ফিরতি পর্বের ম্যাচে ২২ রানের ব্যবধানে পরাজিত হয়। তাই তৃতীয়বারের মুখোমুখিতে হায়দ্রাবাদ কি পারবে কলকাতার বাধা কাটিয়ে উঠতে? নাকি নাইটরা এ ম্যাচেও জয় দিয়ে তাদের হ্যাটট্রিক পূরণ করবে?

হায়দ্রাবাদের বোলিং শক্তিশালী হলেও তাদর প্রধান দুর্বলতাই হচ্ছে ব্যাটিং। বোলিংয়ে মুস্তাফিজ-ভুবনেশ্বর-হেনরিকস-স্রানের মতো বোলাররা রয়েছেন। যদিও দলের আরেক নির্ভরযোগ্য বোলার আশিষ নেহরা ইনজুরিতে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েছেন। আর ব্যাটিংয়ে ডেভিড ওয়ার্নার-শিখর ধাওয়ান-কেন উইলিয়ামসন-যুবরাজ সিংয়ের মতো তারকা ব্যাটসম্যান রয়েছেন। তবে দলপতি ওয়ার্নারের ব্যাট না চললে সেদিন হায়দ্রাবাদকে বিপাকেই পড়তে হয়।

অন্যদিকে কলকাতার অবস্থান হায়দ্রাবাদের থেকে ভালোই বলতে হবে। একে তো মুখোমুখি দেখায় তারাই এগিয়ে রয়েছে; তার ওপর পরপর দুই ম্যাচ হেরে শেষ ম্যাচে জয় দিয়ে প্লে অফ নিশ্চিত করে নাইটরা। তাই এদিক দিয়েও তারা জয়ের ধারাতেই রয়েছে। এ ছাড়াও দলে রয়েছে গৌতম গাম্ভীর, ইউসুফ পাঠান ও রবিন উত্থাপার মতো ব্যাটসম্যান। আর বোলিংয়ে রয়েছেন সুনীল নারিন, সাকিব আল হাসানের স্পিন শক্তি।

এ ছাড়াও ইনজুরিতে থাকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে এ ম্যাচে অবশ্যই ফিরে পেতে চাইবে নাইটরা।

এলিমিনেটর ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে এটাই স্বাভাবিক। তবে শেষ অব্দি কে হাসবে বিজয়ীর হাসি তা বলাই মুশকিল। যদিও কলকাতার পক্ষেই জয়ের পাল্লা বেশি ঝুঁকছে। তবে এটা টি২০ ম্যাচ, কী হয় তা আগে থেকেই বলা মুশকিল।