English Version
আপডেট : ২২ মে, ২০১৬ ১৫:১৬

মুখোমুখি খেলবে সাকিব-মুস্তাফিজ

অনলাইন ডেস্ক
মুখোমুখি খেলবে সাকিব-মুস্তাফিজ

ভারতের আইপিএলের খেলায় রোববার (২২ মে) মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। ফলে মুখোমুখি লড়াইয়ে থাকবে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রবাদ এবং তাদের লক্ষ্য হলো শীর্ষ দুইয়ে থেকে সরাসরি কোয়ালিফায়ার ম্যাচ খেলা। অন্যদিকে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফ নিশ্চিত করতে আজ জয়ের বিকল্প নেই। আর গ্রুপ পর্বে এমন ম্যাচেই মুখোমুখি হচ্ছে দেশের দুই খেলোয়াড় মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।

সানরাইজার্স হায়দ্রাবাদ ডেভিড ওয়ার্নারের ব্যাটিংয়ের পাশাপাশি মুস্তাফিজের বোলিংয়ের ওপরও নির্ভর করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এবারের আসরে সাকিব আল হাসানের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও প্রথমবার আইপিএল খেলতে আসা মুস্তাফিজ তাঁর বোলিং অ্যাকশান দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। ১৩ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়ে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় মুস্তাফিজের নাম আছে ষষ্ঠ স্থানে। গড় ইকোনমি রেট ৬.৬১। এক ইনিংসে ১৬ রান দিয়ে ৩টি উইকেট শিকার করা ছিল আইপিএলে মুস্তাফিজের সেরা ইনিংস।

অন্যদিকে অলরাউন্ডার সাকিব আল হাসান এবার ব্যাটে-বলে সুবিধা না করতে পারলেও গত ৮ই মে গুজরাট লায়নসের বিপক্ষে খেলেছিলেন ৬৬ রানের অপরাজিত ইনিংস। সব মিলিয়ে ছয় ইনিংস ব্যাটিং করে সংগ্রহ করেছেন ১০৭ রান। আর আট ইনিংসে বোলিং করে ৪টি উইকেট নিয়েছেন।