English Version
আপডেট : ১৯ মে, ২০১৬ ১৯:৩৬

নেহরার ইনজুরিতে ধাক্কা খেল মুস্তাফিজ

অনলাইন ডেস্ক
নেহরার ইনজুরিতে ধাক্কা খেল মুস্তাফিজ

প্লে-অফ নিশ্চিত করেছে মুস্তাফিজদের সানরাইজার্স হায়দরাবাদ। ঠিক এমন সময় নেহরার ইনজুরিতে বড় ধরনের ধাক্কা খেল মুস্তাফিজদের হায়দরাবাদ।

দলের সিনিয়র বোলার আশিষ নেহরা ১৫ মে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পড়েন। আজ জানা যায় তার ইনজুরি গুরুতর। গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরিতে ভূগছেন ভারতের এই ক্রিকেটার। পুরোপুরি সুস্থ্য হয়ে মাঠে ফিরতে ৬ মাসও লাগতে পারে। ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি চলতি আইপিএলে আর খেলতে পারবেন না। অর্থাৎ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তার আইপিএল খেলা শেষ হয়ে গেল।

বিষয়টি বৃহস্পতিবার (১৯ মে) নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ, আশিষ নেহরা বর্তমানে একজন অথোপেডিক সার্জনের তত্ত্বাবধানে রয়েছেন। লম্বা সময় ধরে তাকে চিকিৎসা নিতে হবে। যাতে ভবিষ্যতে ক্রিকেটে ফিরতে তার কোনো সমস্যা না হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে আইপিএলের নবম আসরে হায়দরাবাদের হয়ে তিনি আর কোনো ম্যাচ খেলতে পারবেন না।

নেহরার ইনজুরিতে পড়াটা হায়দরাবাদের জন্য এক প্রকার বড় ধাক্কা। নেহরা তরুণ বোলারদের সঙ্গে দারুণভাবে নিজেকে মানিয়ে নিয়েছিলেন। বেশ কার্যকরী বোলিংও করছিলেন তিনি। কিন্তু হঠাৎ ইনজুরিতে পড়ায় তার অভাব পূরণ করতে সমস্যায় পড়তে হতে পারে হায়দরাবাদকে।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১২ ম্যাচের ৮টিতে মাঠে নেমেছিলেন নেহরা। ৭.৬৫ ইকোনোমি রেটে বল করেছেন। নিয়েছেন ৯ উইকেট। তার সেরা বোলিং ফিগার ছিল ১৫ রানে ৩ উইকেট।