English Version
আপডেট : ১৯ মে, ২০১৬ ১৯:২৭

কোহলির ব্যাটে ভারতের চমক

অনলাইন ডেস্ক
কোহলির ব্যাটে ভারতের চমক

বিশ্ব ক্রিকেটে রানে দ্রোড়ে এগিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। নিজেকে নিয়ে যাচ্ছেন এমন জায়গা, যা ভাবাই রীতিমত চমক। তেমনি আইপিএলে বুধবার (১৮ মে) বেঙ্গালুরুতে নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়ে রেকর্ড বইয়েও ওলটপালট করে দিয়েছেন কোহলি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৫০ বলে ১১৩ (১২ চার, ৮ ছয়) রানের ঝোড়ো ইনিংস খেলে গড়ে ফেলেছেন কিছু রেকর্ড।

কোহলির উল্লেখযোগ্য রেকর্ড- আইপিএল ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪ হাজার রান করেছেন কোহলি। তিনি ছাড়িয়ে গেছেন সুরেশ রায়নাকে। ১৩৯ ইনিংসে ৩ হাজার ৯৮৫ রানের রেকর্ড ছিল রায়নার। ১২৮ ইনিংসেই সেটি ছাড়িয়ে গেলেন কোহলি (৪০০২)। অথচ টুর্নামেন্ট শুরুর আগে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলি ছিলেন চারে!

আইপিএলের চলতি আসরে কোহলির সেঞ্চুরির সংখ্যা হলো ৪টি, যা একক কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টে এক খেলোয়াড়ের সর্বোচ্চ। এর আগে ২০১৫ ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে তিনটি সেঞ্চুরির রেকর্ড ছিল মাইকেল ক্লিনগারের। আইপিএলের সব আসর মিলিয়ে কোহলির চেয়ে সেঞ্চুরি বেশি আছে কেবল ক্রিস গেইলের, ৫টি।

অবশ্য ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন কোহলিরই। অথচ কোহলি তার প্রথম ১৮০ টি-টোয়েন্টি ইনিংসে একটিও সেঞ্চুরি করতে পারেননি। সেখানে আইপিএলে মাত্র ৯ ইনিংসেই তিন অঙ্ক ছুঁলেন চারবার!

চলতি বছর টি-টোয়েন্টিতে ১১ বার ৭৫ বা এর বেশি রানের ইনিংস খেলেছেন কোহলি, যা এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ। এর আগে ২০১১ ও ২০১৫ সালে সর্বোচ্চ ১০টি করে ৭৫ বা এর বেশি রানের ইনিংস খেলার রেকর্ড ছিল গেইলের।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে কোহলির মোট রান দাঁড়িয়েছে ২০৪২, প্রথম ব্যাটসম্যান হিসেবে একক কোনো ভেন্যুতে ২ হাজার বা এর বেশি রান করলেন তিনি। চিন্নাস্বামীতেই দ্বিতীয় সর্বোচ্চ ১৬৬৯ রান আছে গেইলের।

আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত কোহলির রান ৮৬৫, যা আইপিএলের এক আসরে সর্বোচ্চ বটেই, প্রথম খেলোয়াড় হিসেবে কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৮০০ রান করলেন ভারতের টেস্ট অধিনায়ক।