English Version
আপডেট : ১৭ মে, ২০১৬ ২০:৪৯

মুস্তাফিজের জন্য ভোট চান এনামুল

অনলাইন ডেস্ক
মুস্তাফিজের জন্য ভোট চান এনামুল

মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সেরা উদীয়মান খেলোয়াড়ের খেতাব জেতাতে ভোট চাইলেন জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়। তিনি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মুস্তাফিজকে ভোট দিতে সবার কাছে আহ্বান জানান।

আইপিএলে এবারই প্রথমবারের মতো অংশ নিয়েছেন মুস্তাফিজ। অভিষেকের পরই ক্রিকেট অঙ্গনে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এক বছরের মধ্যেই সুযোগ পেয়েছেন বিদেশি লিগে খেলার। আইপিএলে দর্শকদের ভোটে সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচন করা হচ্ছে। এ তালিকায় পাঁচজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। তাদের মধ্যে একজন হলেন বাংলাদেশের ‘কাটারবয়’ মুস্তাফিজ।

এ তালিকায় আরও রয়েছেন জাসপ্রিত বুমরাহ, শিবিল কৌশিক, কেন রিচার্ডসন এবং মুরুগান অশ্বিন। মুস্তাফিজকে জেতাতে হলে প্রয়োজন আরও ভোটের। তাই নিজে ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোট দেওয়ার আহ্বান করেছেন এনামুল। মুস্তাফিজ অবশ্য ৯৮.১ শতাশং ভোট নিয়ে সবার ওপরেই অবস্থান করছেন এ তালিকায়।

ফেসবুক পেজে এনামুল লিখেছেন, ‘মুস্তাফিজকে ভোট দিন। আপনার ভোটে মুস্তাফিজ হবে আইপিএল সেরা উদীয়মান খেলোয়াড়।’

সেই সঙ্গে ভোট দেওয়ার লিঙ্কটিও এনামুল শেয়ার করেছেন। আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইটে ‘Emerging Player of the Season’ শিরোনামে অনলাইনে ভোটের মাধ্যমে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়াটি কার্যকর করা হচ্ছে। থবর- দ্যরির্পোট২৪.কম