English Version
আপডেট : ১৬ মে, ২০১৬ ১৯:৪৪

ট্রেনিং ডিভাইস: বোমাতঙ্ক ম্যাচ পন্ড

অনলাইন ডেস্ক
ট্রেনিং ডিভাইস: বোমাতঙ্ক ম্যাচ পন্ড

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ওল্ডট্রাফোর্ড স্টেডিয়ামে পরা একটি প্যাকেট কেন্দ্র করে বোমাতঙ্ক তৈরি হয়ে। পরে ওই সময়ের নির্ধারিত ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। অবশ্য ওই প্যাকেটটি ছিল একটি ‘ট্রেনিং ডিভাইস’। রোববার রাতে এমনটিই জানিয়েছে পুলিশ।

রোববার ম্যানচেস্টার ইউনাইটেড ও বোর্নমউথের ম্যাচের নির্ধারিত সময়ের আগে স্টেডিয়ামে একটি সন্দেহজনক প্যাকেট পাওয়া যায়। এরপর হাজার হাজার দর্শককে মাঠ থেকে সরিয়ে নেয়া হয়। এবং খেলাটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে সামরিক বোমা বিশেষজ্ঞরা এসে ওই সন্দেহজনক প্যাকেটটিতে একটি ‘নিয়ন্ত্রিত বিস্ফোরণ’ ঘটান। পুলিশ জানায়, বুধবার একটি অনুশীলন শেষ হওয়ার পর এই ট্রেনিং ডিভাইসটি ভুলক্রমে একটি প্রাইভেট কোম্পানি এখানেই রেখে যায়। আর ওই জিনিসকে ঘিরেই রোববার ওল্ডট্রাফোর্ডে তৈরি হয় আতঙ্ক। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র এবং পুলিশ ও ক্রাইম কমিশনার টনি লয়েড বলেন, এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কিভাবে ও কেন ঘটলো এবং কারা এর জন্য দায়ী এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। লয়েড বলেন, সমর্থকেরা ম্যানইউ ও বউরমউথের ম্যাচটি দেখতে দূর-দূরান্ত থেকে এসেছিলেন। একটি ভুলের কারণে তাদের হয়রানির মধ্যে পড়তে হয়েছে। বিপুল সংখ্যক পুলিশের সময় নষ্ট হয়েছে। পাশাপাশি অযথাই বোম স্কোয়াড ব্যবহৃত হয়েছে। শুধুশুধু প্রায় দশ হাজার দর্শকদের বিপদের মধ্যে ফেলা হয়েছে।’

ম্যানচেস্টার ইউনাইটেড আর বোর্নমউথের মধ্যকার পরিত্যক্ত ম্যাচটি মঙ্গলবার ব্রিটিশ সময় ৮টায় শুরু হবে বলে জানিয়েছে আয়োজকেরা। কর্তৃপক্ষ জানায়, তারা সব টিকেট ফেরত দেবে এবং উভয় ক্লাবের টিকেট হোল্ডারদের বিনামূল্যে খেলা দেখতে দেবে। এতে প্রায় তিন মিলিয়ন পাউন্ড খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। খবর- বিবিসি