English Version
আপডেট : ১৪ মে, ২০১৬ ১৩:৪৯

সাকিবের অলরাউন্ড দক্ষতার দিকে তাকিয়ে কলকাতা

অনলাইন ডেস্ক
সাকিবের অলরাউন্ড দক্ষতার দিকে তাকিয়ে কলকাতা

গুজরাটের বিপক্ষে ২৪ রানে ইউকেট হারিয়ে ধুকঁতে থাকা কলকাতাকে লড়াইয়ের পুজিটা এনে দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে ৪৯ বলে ৬৬ রান করার পাশাপাশি বল হাতে গুজরাত লায়ন্সকে প্রথম ধাক্কাটাও দিয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।আজ (শনিবার) ধোনির রাইজিং পুণে সুপারজায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামার আগে সেই সাকিব-আল-হাসান উদ্বিগ্ন সতীর্থ সুনীল নারাইনের ফর্ম নিয়ে। বাংলাদেশের অলরাউন্ডার মেনে নিচ্ছেন, নারাইন নিষ্প্রভ থাকাটা টিম কলকাতার জন্য বিরাট সমস্যা।

শুক্রবার সকাল থেকে গৌতম গম্ভীর-রবিন উথাপ্পা-সহ কেকেআর ক্রিকেটারেরা টিমহোটেলে ব্যস্ত রইলেন স্পনসরদের অনুষ্ঠানে। জার্সি, হেলমেট, গ্লাভসের মতো বিভিন্ন ক্রিকেটীয় সরঞ্জামে সই করলেন ক্রিকেটারেরা। সাকিব এলেন  

সবার শেষে। আইপিএল সিজন নাইনে সুনীল নারাইনকে আগের মত কার্যকরী না দেখানোটা কি কেকেআরের কাছে বড় ধাক্কা? প্রশ্ন শুনে কিছুক্ষণ ভাবলেন মি. অলরাউন্ডার। তারপর বললেন, ‘‘হ্যাঁ, অবশ্যই। ওর মতো ক্রিকেটার প্রত্যাশিত পারফরম্যান্স না করলে স্বাভাবিক ভাবেই সেটা দলের জন্য বড় ধাক্কা।’’

বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক আরও বলছেন, ‘‘এট নিশ্চিত যে নারাইন আমাদের ডেথ ওভারের বেস্ট বোলার, কিন্তু গত কয়েক ম্যাচে নারাইনকে আগের মত পাচ্ছি না।আর আমরা শেষ পাঁচ-ওভারেই বেশিরভাগ ম্যাচ হেরে যাচ্ছি। এটা অবশ্যই একটা দুশ্চিন্তার ব্যাপার।গত পাঁচ বছর ধরে নারাইন যে ভূমিকাটা পালন করত, এবার সেটা পারছে না। নতুন কাউকে সেই দায়িত্ব নিতে হবে।’’

যদিও সাকেব নিজেও নাইটদের হয়ে প্রত্যেক ম্যাচে মাঠে নামতে পারেননি। সাকিব অবশ্য খোলামেলাভাবে জানিয়ে দিয়েছেন, তিনি প্রত্যেক ম্যাচেই খেলতে চান। বলছেন, ‘‘কেউই চায় না বাইরে বসতে। আমিও চাই না। সব ম্যাচ খেলতে চাই। দলের হয়ে অবদান রাখতে চাই।’’ পাশাপাশি তাঁর উপলব্ধি, ‘‘দলে দশজন বিদেশি ক্রিকেটার রয়েছে। তাদের মধ্যে মাত্র চারজনই প্রথম একাদশে সুযোগ পাবে। কাউকে না কাউকে বসতেই হবে। কিছু ক্ষেত্রে টিম কম্বিনেশনের স্বার্থে বা উইকেটের চরিত্র বুঝে কিছু বদল করতে হয়।’’

শেষ চারে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী সাকিব। পয়েন্ট টেবিলের প্রথম চার দলের মধ্যে থাকতে হলে বাকি চার ম্যাচের মধ্যে অন্তত দুটিতে জিততে হবে কেকেআর-কে। নাইটরা সমর্থকরা আজ তাকিয়ে থাকবে ২৯ বছর বয়সী অলরাউন্ডারের ব্যাট-বলের দিকে।