English Version
আপডেট : ১৩ মে, ২০১৬ ১২:১৬

শিরোপার লড়াইয়ে কাল মাঠে নামছে দুই জায়ান্ট

অনলাইন ডেস্ক
শিরোপার লড়াইয়ে কাল মাঠে নামছে দুই জায়ান্ট

অনেক আগেই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা হাতছাড়া হয়ে গেছে জায়ান্টদের। তাই এবার স্প্যানিশ লা লিগা নিয়ে টেনশন ভর করেছে বার্সেলোনা শিবিরে। শনিবার রাতে (১৩ মে) মাঠে নামছে দলটি। প্রতিপক্ষ গ্রানাডা। শক্তি-সামর্থ্যে গ্রানাডার চেয়ে অনেক এগিয়ে বার্সেলোনা। কিন্তু এই গ্রানাডার কাছে ধরাশায়ী হয়েই দুই বছর আগে লা লিগার শিরোপা বঞ্চিত হয়েছিল বার্সা। শনিবার রাতে তাই খানিকটা শঙ্কা-আশঙ্কা সঙ্গী করেই শিরোপা জয়ের লড়াইয়ে নামতে হবে লিওনেল মেসি ও তার সঙ্গীদের।

দেখতে দেখতে শেষ হয়ে এসেছে এবারের স্প্যানিশ ফুটবল লিগের মৌসুম। শনিবার রাতেই মৌসুমের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের মতো বড় দলগুলো। এবারের লিগের শিরোপা লড়াইয়ে এত দিন এই ৩ দল থাকলেও শেষ অব্দি বর্তমানে বার্সা ও রিয়ালের মধ্যে তা সীমাবদ্ধ। লিগ টেবিলে চিরশত্রু রিয়ালের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে থেকে মাঠে নামবে বার্সেলোনা। ফলে গ্রনাডাকে হারাতে পারলেই লা লিগার শিরোপা অক্ষুণ্ণ রাখতে পারবে লুইস এনরিকের দল। কিন্তু জয় ভিন্ন অন্য কোনো ফল হলে বার্সার শিরোপা চলে যেতে পারে রিয়াল শিবিরে। কেননা, রিয়াল এ রাতে খেলবে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে। যে দলটিকে মৌসুমের প্রথম মোকাবেলায় ৮-২ গোলে হারিয়েছিল রিয়াল।

মেসি-নেইমার-সুয়ারেজরা মাঝে ফর্ম হারিয়েছিলেন। যে কারণেই লিগের শেষ ম্যাচ অব্দি শিরোপা জয়ের জন্য লড়তে হচ্ছে বার্সাকে। নয়তো অনেক আগেই হয়তো শিরোপা নিশ্চিত করে ফেলতে পারত দলটি। কেননা, মৌসুমের মাঝপথ পেরিয়েও রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে যথাক্রমে ৯ ও ১০ পয়েন্ট এগিয়ে ছিল এনরিকের দল। কিন্তু শেষ দিকে একের পর এক ব্যর্থতায় বর্তমানে লিগ শিরোপা ধরে রাখাই বার্সার জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে মেসি-সুয়ারেজ-নেইমাররা ফের ফর্মে ফেরায় শনিবার রাতে শিরোপা জয়ের বিষয়ে বার্সা শিবিরে আত্মবিশ্বাসও ফিরে এসেছে।

এদিকে, জিনেদিন জিদানের কোচিংয়ে মৌসুমের মাঝপথ থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো রিয়াল শিবিরেও লিগে নিজেদের শেষ ম্যাচ জয়ের বিষয়ে আত্মবিশ্বাস বিরাজ করছে। তবে জিদান ও তার শিষ্যরা খানিকটা ভাগ্যের দিকেও তাকিয়ে থাকছেন। কেননা, ভাগ্যদেবী যদি বার্সাকে জিততে না দেন তবেই কেবল শিরোপা জয় করা সম্ভব হবে রিয়ালের পক্ষে।