English Version
আপডেট : ১২ মে, ২০১৬ ১১:৪৪

চলে গেলেন ধারাভাষ্যকার টনি কোজিয়ার

অনলাইন ডেস্ক
চলে গেলেন ধারাভাষ্যকার টনি কোজিয়ার

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ধারাভাষ্যকার টনি কোজিয়ার না ফেরার দেশে চলে গেছেন। ৭৫ বছর বয়সে বুধবার (১১ মে) বার্বাডোজের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

কোজিয়ারের পরিচয় শুধুমাত্র একজন ধারাভাষ্যকারই নয়, তিনি একজন ক্রিকেট সাংবাদিকও ছিলেন। দীর্ঘদিন তিনি ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। যখনই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্যারিবিয়ান ক্রিকেটারদের দ্বন্দ্ব লেগেছে সবসময়ই কোজিয়ার তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। কিন্তু সেই তিনিই এখন আর নেই। তার অভাবটা খুব বেশি করে অনুভূব করবে ক্যারিবীয় ক্রিকেটাররা।

কোজিয়ারের মৃত্যুতে শোক জানিয়ে আইসিসি একটি টুইট বার্তায় বলেছে, ‘কোজিয়ার ক্রিকেটের ধারাভাষ্যে অন্যতম একটি কন্ঠ ছিলেন। তার মৃত্যু ক্রিকেটের জন্য অনেক বড় একটি ক্ষতি।’ ১৯৪০ সালে ব্রাইটনে জন্ম নেন কোজিয়ার। মাত্র ২৬ বছর বয়সেই বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিবিসির হয়ে টেস্ট ম্যাচ কাভার করেছিলেন। এছাড়াও তিনি ১৮ বছর বয়স থেকেই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে লেখালেখি ও ধারাভাষ্যও দিতেন।

কোজিয়ার নিজের ক্যারিয়ারে বিবিসি, চ্যানেল নাইন, স্কাই স্পোর্টস ও ইএসপিএন ক্রিকইনফোর মতো জনপ্রিয় মিডিয়াগুলোতে কাজ করেছেন। ২০১১ সালে তিনি মেরিলিবোন ক্রিকেটে ক্লাবের (এমসিসি) সম্মানজনক আজীবন সদস্যপদ পান। এছাড়াও বার্বাডোজের কেনসিংটন ওভালের প্রেসবক্সের নামকরণও করা হয়েছিল তার নামে।

৫৮ বছরের উজ্জ্বল এক ক্যারিয়ার রেখে গিয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ক্রিকেটে রয়েছে তার অসংখ্য অবদান। পুরো ক্রিকেট বিশ্বের জন্য টনি কোজিয়ারের অভাব অপূরনীয়।