English Version
আপডেট : ১২ মে, ২০১৬ ১১:২০

ব্যাটিংয়ে ব্যর্থ বেঙ্গালুরুর তারকারা

অনলাইন ডেস্ক
ব্যাটিংয়ে ব্যর্থ বেঙ্গালুরুর তারকারা

বিরাট কোহলি, ক্রিস গেইল, ডি ভিলিয়ার্সের ব্যর্থতার দিনে মুম্বাইয়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের ব্যাটিং স্তম্ব খ্যাত বিরাট এদিন আউট হন মাত্র ৭ রান করে। সদ্য বাবা হওয়া ক্রিস গেইলও দানবী চেয়া ভুলে গেছেন তিনি করেছেন ৫ রান আর উত্তপ্ত মেজাজে থাকা ২৭ বলে ২৪ রান করে আউট এবি। 

বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে অখ্যাত তারকা লোকেশ রাহুলের ৫৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় করেছেন ৬৮ রান। এবং শচীন বেবির ১৩ বলে ২চার ও ২ ছক্কায় করা ২৫ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। 

১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে মুম্বাই ইন্ডিয়ান্স। 

মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ে ব্যাট হাতে অবদান রেখেছেন আম্বাতি রাইডু, কিরেন পোলার্ড, জস বাটলার ও রোহিত শর্মা। রাইডুর ব্যাট থেকে আসে ৪৪ রান। রোহিত করেন ২৫ রান। পোলার্ড ১৯ বলে ৩চার ও ২ ছয়ে অপরাজিত ৩৫। তার সঙ্গে ১১ বলে ১চার ও ৩ ছক্কায় অপরাজিত ২৯ রান করেন জস বাটলার।

ব্যাটসম্যানদের পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্সের বোলার হার্দিক পান্ডের কথা না লিখলে রীতিমতো অন্যায় হবে। তিনি আজ বল হাতে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। তার ২৪টি বলের ১১টি ছিল ডট। ৪ ওভারে কোনো বাউন্ডারি হজম করেননি তিনি। সঙ্গত কারণে তার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

এ জয়ের ফলে ১১ ম্যাচের ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে মুম্বাই। অন্যদিকে ১০ ম্যাচের ৬টিতে হেরে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে কোহলির বেঙ্গালুরু।