English Version
আপডেট : ১১ মে, ২০১৬ ১২:২৮

শ্বাসরুদ্ধকর ম্যাচে মুস্তাফিজদের জয়

অনলাইন ডেস্ক
শ্বাসরুদ্ধকর ম্যাচে মুস্তাফিজদের জয়

আইপিএলএ মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টসের টিকে থাকার লড়াইয়ের দিন মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ তাদের সমানে মাত্র ১৩৮ রানের লক্ষ্য দেয়।

তবে সে লক্ষ্যও বোলারদের কল্যাণে পার হতে পারেনি ধোনি বাহিনী। এক শ্বাসরুদ্ধকর ম্যাচ উপহার দিয়ে সানরাইজার্স জয় তুলে নিয়েছে ৪ রানের। এ জয়ে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ।

টস জিতে মুস্তাফিজের দলের পক্ষে মঙ্গলবার সর্বোচ্চ ৩৩ রান করেন শিখর ধাওয়ান। এছাড়া কেন উইলিয়ামসন ৩২ এবং যুবরাজ সিং ২৩ রান করেন।

পুনের পক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে এবারের আসরের সেরা বোলিং করে ৬ উইকেট তুলে নেন অ্যাডাম জাম্পা। তিনিই হয়েছেন ম্যাচসেরা।

১৩৮ রানের জবাবে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেন ধোনি। তবে তার আউটের পর পুনে ১৩৩ রানে থেমে যায়। দলের পক্ষে জজ বেইলি সর্বোচ্চ ৩৪ রান করেন। ধোনি রানআউট হওয়ার আগে ৩০ আর রবীচন্দ্রন অশ্বিন করেন ২৫ রান।

এদিন মুস্তাফিজ ৪ ওভারে ২৬ রান দিয়ে থেকেছেন উইকেট শূন্য। এ নিয়ে মাত্র দুই ম্যাচে কোনো উইকেট পেলেন না এই কাটার মাস্টার। তবে তার সতীর্থ আশিষ নেহেরা নেন ৩ উইকেট।