English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ১৬:৫৪

শাহাদতের নিষেধাজ্ঞা তুলে নেয় বিসিবি

অনলাইন ডেস্ক
শাহাদতের নিষেধাজ্ঞা তুলে নেয় বিসিবি

ঘরোয়া ক্রিকেট খেলার অনুমুতি পেলেন পেসার শাহাদত হোসেন রাজীব। মঙ্গলবার (১০ মে) তার নিষেধাজ্ঞা তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আবার মাঠে ফিরতে পারবেন বলে খুশি বলে জারিয়েছেন জাতীয় দলের সাবেক এই পেসার। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, মানবিক কারণে শাহাদাতের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে বিসিবি। আর এজন্য সিসিডিএমকে চিঠিও দেওয়া হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।

গত বছরের সেপ্টেম্বরে গৃহপরিচারিকা নির্যাতনের মামলায় দোষী সাব্যস্ত হন এই ক্রিকেটার। এরপর দুই মাস আট দিন জেল খাটার পর ১২ ডিসেম্বর থেকে জামিনে রয়েছেন তিনি। এরপরই জাতীয় ক্রিকেট লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগ খেলার অনুমতি চেয়েছিলেন শাহাদত।

সেই আবেদনের প্রেক্ষিতেই তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ক্রিকেট বোর্ড। তবে এখই মাঠে ফেরা হচ্ছে না শাহাদাতের। কারণ লীগে খেলার মতো যথেষ্ট ফিট নন তিনি। এরআগে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় গত ২৮ এপ্রিল সংবাদ সম্মেলন করে নিজের ভুল স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন শাহাদাত।