English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ১১:৫৬

মুস্তাফিজদের সামনে আজ ধোনিরা

অনলাইন ডেস্ক
মুস্তাফিজদের সামনে আজ ধোনিরা
মুৃস্তাফিজুর রহমান

বিরাট কোহলির সেঞ্চুরিতে আইপিএলে নিজেদের শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে হেরে টেবিলের তলানির দিকে রাইজিং পুনে  সুপারজায়ান্ট। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে গত ম্যাচে ৮৫ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করেই আজ মহেন্দ্র সিং ধোনির বিধ্বস্ত পুনের মুখোমুখি হবে মুস্তাফিজুর রহমানের হায়দরাবাদ।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে সানরাইজার্স হায়দরাবাদের ট্রাম্পকার্ড বাংলাদেশের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। তা এখনও পর্যন্ত মুস্তাফিজের যে পারফরম্যান্স ট্রাম্পকার্ড তো অবশ্যই। অধিনায়ক ডেভিড ওয়ার্নার তাকে ব্যবহারও করছেন অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে। শুরুতে মুস্তাফিজের হাতে বল তুলে না দিয়ে বরং তাকে রিজার্ভ রাখছেন। প্রতিপক্ষকে চাপে রাখতেই যে তার এই কৌশল সেটা বুঝতে কারও বাকি নেই। কিন্তু মুস্তাফিজ এমন এক নাম যার রহস্যই ভেদ করতে পারছেন না ব্যাটসম্যানরা!

বিশাখাপত্তমে মঙ্গলবার মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টসের মুখোমুখি হতে যাচ্ছে হায়দরাবাদ। নিশ্চয় এ ম্যাচেও সবার চোখ থাকবে মুস্তাফিজের দিকে। ধোনির চেয়ে মুস্তাফিজকে আর ভালো কারও চেনার কথা নয়। বাংলাদেশে এসে যে ফিজের দুর্ধর্ষ বোলিংয়ের সামনেই আত্মসমর্পণ করেছিল ধোনির টিম ইন্ডিয়া। বাংলাদেশ সময় পুনে-হায়দরাবাদ ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায়।

সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, যুবরাজ সিং, মোজেস হেনরিকুইস, দীপক হুদা, নোমান ওঝা, ভুবনেশ্বর কুমার, বারিন্দ্রর স্রান, আশিস নেহরা, মুস্তাফিজুর রহমান।

রাইজিং পুনে সুপারজায়ান্টস: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, উসমান খাজা, সৌরভ তিওয়ারি, থিসারা পেরেরা, জর্জ বেইলি, রজত ভাটিয়া/ইরফান পাঠান, রবিচন্দ্র অশ্বিন, অ্যাডাম জামপা, অশোক দিন্দা, আরপি সিং/ঈশ্বর পান্ডে।