English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ০০:০৭

ভারতের ‘টাইমস অফ ইন্ডিয়ার’ সপ্তাহের সেরা খেলোয়াড় মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক
ভারতের ‘টাইমস অফ ইন্ডিয়ার’ সপ্তাহের সেরা খেলোয়াড় মুস্তাফিজ

ভারতের জনপ্রিয় ইংলিশ দৈনিক ‘টাইম অব ইন্ডিয়া’। পত্রিকাটির বিচারে গত  সপ্তাহে আইপিএলের সেরা খেলোয়াড় হয়েছেন সানরাইার্স হায়দ্রাবাদের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।

গত সপ্তাহে অনেকেই ছিলেন উজ্জ্বল। এরমধ্যে আন্দ্রে রাসেল হয়েছেন দুবার ম্যান অব দ্য ম্যাচ। একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। দারুণ দুটি ইনিংস এসেছে শিখর ধাওয়ানের ব্যাট থেকে। তবে সবাইকে ছাপিয়ে ‘ প্লেয়ার অব দ্য উইক’ হয়েছেন কাটার বয়।

গত সপ্তাহে সব কটি ম্যাচ জিতেছে হায়দ্রাবাদ। আর এর জয়গুলোর পিছনে সবচেয়ে বড় অবদান মুস্তাফিজের। রবিবার মুম্বাইয়ের বিপক্ষে ৩ ওভার বল করে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

চলমান আইপিএলে কমপক্ষে তিন উইকেট পাওয়া বোলারদের মধ্যে মুস্তাফিজের ইকোনোমি রেট সবচেয়ে ভাল।১৫.৬১ গড়ে তিনি উইকেট নিয়েছেন ১৩টি। ওভার প্রতি রান দেন মাত্র ৬.১৫।