English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ২৩:৫৮

আইপিএলের সর্বকালের সেরা একাদশে সাকিব

নিজস্ব প্রতিবেদক
আইপিএলের সর্বকালের সেরা একাদশে সাকিব

আইপিএলের গত আটটি আসরে বিভিন্ন উত্থান-পতন দেখেছে কলকাতা নাইট রাইডার্স। সব মিলেই এ যাবত কালের সেরা একাদশ প্রকাশ করেছে কোলকাতা। যেখানে রয়েছে বাংলাদেশের সাকিব আল হাসানের নাম।

আট আসর শেষে নিজেদের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করেছে কলকাতা। যেখানে রয়েছেন সৌরভ গাঙ্গুলী, রিকিং পন্টিং, জ্যাক ক্যালিস, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাকলাম, শোয়েব আখতার এবং ব্রেটলির মতো কালের সেরা তারকারা। আর সম্প্রতি মাঠ মাতাচ্ছেন গৌতম গম্ভীর, রবীন উথাপ্পা, সাকিব আর হাসান, আন্দ্রে রাসেল ও ইউসুফ পাঠানের মতো তারকারা।

এত তারকার সঙ্গে সাকিবের নাম অবশ্যই তাঁর যোগ্যতার স্মারক।

২০১১ সালে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেন সাকিব আল হাসান।একজন অলরাউন্ডার হিসেবে যোগ দিলেও নাইট শিবিরে ভালো মানের একজন বোলার হিসেবেই প্রতিষ্ঠিত তিনি। এখন পর্যন্ত কলকাতার হয়ে চতুর্থ সেরা উইকেট শিকারী তিনি। আইপিএলের ৪৪ ম্যাচে তার মোট উইকেট ৪২টি। ওভার প্রতি তার ইকোনমি রেট প্রায় ৭ করে। বাংলাদেশি এই অলরাউন্ডারের সেরা বোলিং ফিগার ২০১২ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩/১৭।

বোলিংয়ে সেরা হলেও ব্যাট হাতেও প্রায়ই ঝলসে ওঠেন সাকিব। আইপিএলে এই পর্যন্ত ২২.৫৬ গড়ে ৫১৪ রান করেছেন। আইপিএলের তার সর্বোচ্চ সংগ্রহটি আসে চলতি আসরে গুজরাট লায়ন্সের বিপক্ষে । ইডেন গার্ডেনের ওই ম্যাচে ব্যাট হাতে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৬ রান করেন সাকিব।