English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ০১:২৭

রানে ফিরলেন সাকিব

অনলাইন ডেস্ক
রানে ফিরলেন সাকিব
অর্ধশতকের পর সাকিব পাঠান

অনেকদিন ধরেই সাকিবের ব্যাটে রানের খরা লেগেই ছিলো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাঁচ ম্যাচ খেলে ব্যাটিং করেছেন তিনটিতে। রান করেছেন ১১, ৬ আর ৩। এজন্য ঢাকায় এসে গুরুর টিপসও নিয়ে যান তিনি।

রোববার রাতে গুজরাট লায়ন্সের বিপক্ষে সাকিব পেলেন বহু কাঙ্খিত ফিফটি।

আর সেটা বোধহয় কাজেও লেগে গেল সাকিবের। এজন্য অপেক্ষা করতে হলো অনেক ম্যাচ। ৪২ বলে অর্ধশতক স্পর্শ করা সাকিব। শেষ পর্যন্ত তিনি ৪৯ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন। ৬৬ রানের ইনিংসে চার মেরেছেন চারটি ও ছক্কা হাকান ছয়টি।

তবে সাকিবের ব্যাটে রান আসার দিনে কেকেআর গুজরাট লায়ন্সের কাছে ৫ উইকেটে হেরেছে।

শুরুতে ব্যাট করে কলকাতা নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রান সংগ্রহ করে। কলকাতার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ইউসুফ পাঠান ৪১ বলে সাত চার আর এক ছক্কায় (৬৩) রান।