English Version
আপডেট : ৮ মে, ২০১৬ ২৩:৩৮

দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ মুস্তাফিজের হায়দরাবাদ

অনলাইন ডেস্ক
দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ 
মুস্তাফিজের হায়দরাবাদ

আইপিএল-এর নবম আসরের নবম ম্যাচেও আবারও বল হাতে ঝলক দেখালেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম তিন ওভারেই একটি করে উইকেট শিকার করলেন তিনি। সতীর্থরাও বল হাতে দাপট দেখানোয় তার দল সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ৮৫ রানের বড় ব্যবধানে।

আজ রোববার (৮ মে) বিশাখাপাটনাম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের দেয়া ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে।  সেটি আর কাটিয়ে উঠতে পারেনি। ফলে ১৬.৩ ওভারে ৯২ রান সংগ্রহ করতেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে সানরাইজার্স। ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট অর্জন করেছে ক্লাবটি। সমান ম্যাচে সমান ১২ পয়েন্ট কলকাতারও। কিন্তু রান রেটে এগিয়ে আছে হায়দরাবাদ। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গুজরাট। ৯ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া দিল্লি আছে সেরা চারে। আর ১০ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া মুম্বাই ৫ নম্বরে আছে।

সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার এদিন মুস্তাফিজকে পাওয়ার প্লেতে বল করতে দেননি। ইনিংসের ১০ ওভারে কাটার মাস্টারের হাতে বল তুলে দেন তিনি। তার প্রথম বলেই উইকেটরক্ষক নামান ওঝার হাতে ক্যাচ তুলে দেন হার্ডিক পান্ডে। এই ওভারে মোট ৪ রান দেন ফিজ।

১২তম ওভারে ফের বল হাতে আসেন কাটার মাস্টার। এবারও প্রথম বলে উইকেট নিলেন। পান্ডের মতো ওঝার হাতে ক্যাচ তুলে দিলেন টিম সাউদি। এই ওভারেই মোট ৪ রান দেন সাতক্ষীরা সায়ানাইড।

১৪তম ওভারে নিজের তৃতীয় ওভারের বল করতে আসেন মুস্তাফিজ। প্রথম বলে চার মারলেন ম্যাকক্লেনাঘান। পরে দুটি বল ওয়াইড হওয়া প্রথম পাঁচ বলে মোট ৮ রান পায় মুম্বাই। কিন্তু ওভারের শেষ বলে সেই ম্যাকক্লেনাঘানকেই বিদায় করে দেন ফিজ। এবার ক্যাচ ধরেন হেনরিকস।

১৬তম ওভারে আর মুস্তাফিজকে বল করতে দেয়া হয়নি। ১৭তম ওভারেই বারিন্দার স্রান শেষ উইকেট পেলে খেলা শেষ হয়ে যায়। ফলে ৩ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিলেন টাইগার পেসার।

বল হাতে সানরাইজার্সকে দারুণ সূচনা এনে দেন আশিষ নেহরা ও ভুবনেশ্বর কুমার। নেহরা ৩ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন। ভুবনেশ্বর ২৩ রান দিয়ে পান এক উইকেট। স্রান ৩.৩ ওভারে ১৮ রানে দুটি উইকেট শিকার করেন। আর হেনরিকস এক উইকেট পেলেও ৪ ওভারে মাত্র ১৮ রান দেন।

মুম্বাইর ব্যাটসম্যান হরভজন সিং ২২ বলে অপরাজিত ২১ রান করেন। এছাড়া ক্রুনাল পান্ডের ১৭ রান পোলার্ডের ১১ রানই দুই অঙ্কের ঘরের স্কোর।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান দারুণ সূচনা করেন। ওয়ার্নার ৩৩ বলে ৪৮ রান করে মাঠ থেকে বিদায় নিলেও ৮২ রান করে অপরাজিত থাকনে ধাওয়ান। ৫৭ বলে ১০টি চার ও একটি ছক্কায় এই স্কোর করেন তিনি। এছাড়া হিটআউট হওয়ার আগে ২৩ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন যুবরাজ সিং।