English Version
আপডেট : ৮ মে, ২০১৬ ২০:২০

জ্বলে উঠেছে মুস্তাফিজ

অনলাইন ডেস্ক
জ্বলে উঠেছে মুস্তাফিজ

আইপিএলে মুস্তাফিজ শো চলছেই। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও জ্বলে উঠেছেন কাটার মাস্টার। অবশ্য মুস্তাফিজের হাতে বল আসার আগেই ম্যাচের ফলাফল নির্ধারণ হয়ে যায়। আশিষ নেহরার ৩ উইকেট আর ভুবনেশ্বর ও রাবিন্দ্রর স্রানের একটি করে উইকেট পাওয়ায় অষ্টম ওভারেই ৬ উইকেট হারিয়ে বসে মুম্বাই।

এরপর নবম ওভারের প্রথম বলেই হার্দিক পান্ডিয়াকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। সেই ওভারে মাত্র ৪ রান দেন মুস্তাফিজ। দ্বাদশ ওভারের প্রথম বলে আর একটি উইকেট নেন তিনি। পান্ডিয়ার মতো টিম সাউদিকেও উইকেটরক্ষক নুমান ওঝার ক্যাচে পরিণত করেন মুস্তাফিজ। ৫৮ রানে ৮ উইকেট হারিয়ে মুম্বাই তখন ধুঁকছে। এরপর চতুর্দশ ওভারের শেষ বলে মিচেল মেকক্লেঘানের উইকেট নেন সাতক্ষীরার এই ছেলে। লং লেগে ম্যাকক্লেঘানের ক্যাচ নেন হেনরিকস। এর আগে প্রথমে ব্যাটিং করে ১৭৭ রানের বড় স্কোর দাড় করায় হায়দরাবাদ। শিখর ধাওয়ান ৮২, ওয়ার্নার ৪৮ ও যুবরাজ ৩৯ রান করেন।  জবাবে মাত্র ৯২ রানে সবকটি উইকেট হারায় মুম্বাই। হরভজন ও কুনাল পান্ডিয়া উভয়ই ১৭ রান করে করেন। নেহরা ১৫ রানে এবং মুস্তাফিজ ১৬ রানে ৩টি করে উইকেট নিয়ে মুম্বাইয়ের মেরুদন্ড ভেঙে দেন। ৮৫ রানের এই জয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরো পাকা করলো মুস্তাফিজরা।