English Version
আপডেট : ৮ মে, ২০১৬ ০৯:২৫

আইপিএলে মুস্তাফিজ-নেহরাদের বোলিংয়ের রেকর্ড

অনলাইন ডেস্ক
আইপিএলে মুস্তাফিজ-নেহরাদের বোলিংয়ের রেকর্ড

টি-টোয়েন্টি ভার্সনের আইপিএলে গুজরাট লায়ন্সের বিপক্ষে চলতি আসরের ৩৪ তম ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শক্তিশালী গুজরাটের বিপক্ষে জিতে পয়েন্ট তালিকায় একধাপ এগিয়ে চারে উঠে এসেছে মুস্তাফিজুর রহমানের দলটি। ওই ম্যাচে দারুণ জয়ের পাশাপাশি বল হাতে আইপিএলে অসাধারণ এক রেকর্ড গড়েছেন হায়দরাবাদের বোলাররা।

  টি-টোয়েন্টিতে সাধারণত বোলারদের উপর আক্রমণটাই বেশি চলে। বোলারদের পিটিয়ে রানের মহোৎসব করার চেষ্টা করেন ব্যাটসম্যানরা। কিন্তু শুক্রবার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ব্যাট হাতে শুরুতে খুবই অসহায় দেখা গেছে গুজরাটের ব্যাটসম্যানদের।

গুজারাটে ইনিংসের শুরুতে ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারে কোন রান নিতে পারেননি ডোয়াইন স্মিথ। তার মেডেন ওভারের পর আশিষ নেহরার করা প্রথম ওভারেও কোনো রান নিতে পারেননি গুজরাটের অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম।

আইপিএলের মতো আসরে পর পর দুটি মেডেন ওভার খুবই বিরল ঘটনা। আর গুজরাটের ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে বল হাতে মিতব্যয়ীতার এক রেকর্ড গড়ে ফেললেন হায়দরাবাদের বোলাররা। ইনিংসের প্রথম ১২ বল ডট দেওয়ার পর নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলটিও ডট দেন ভুবনেশ্বর কুমার। ফলে প্রথম ১৩ বলেও রানের খাতা খুলতে পারেনি গুজরাট। কুমারের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে সিঙ্গেলস নিয়ে সেই রানখড়া কাটান স্মিথ। নিজেদের প্রথম রানটি নিতে ১৪ বল খরচ করেছে গুজরাট যেটি আইপিএলের ইতিহাসে নুতন একটি ইতিহাস।

শুক্রবার গুজরাটে শুরুটাও ছিল সবচেয়ে ধীর গতির। পাওয়ার প্লে ওভার গুলোতে ৩ উইকেটের খরচায় মাত্র ২৫ রান তুলতে সক্ষম হয়েছিল গুজরাট। অন্যদের সঙ্গে বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজও। চার ওভারের স্পেলে ১৭ রানের খরচায় দুই উইকেট নিয়ে সবচেয়ে কম রান দেন একমাত্র তিনিই।