English Version
আপডেট : ৭ মে, ২০১৬ ১৮:৪১

মামুনুলরা ক্ষমা চাইলে বিবেচনায় নেবে বাফুফে

অনলাইন ডেস্ক
মামুনুলরা ক্ষমা চাইলে বিবেচনায় নেবে বাফুফে

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিষিদ্ধ হওয়া সাবেক অধিনায়ক মামুনুল ইসলামসহ জাতীয় দলের ৫ ফুটবলারকে ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। তবে মামুনুলরা যদি ক্ষমা চান তাহলেই কেবল তাদের ক্ষমা করার বিষয়টি বিবেচনায় নিবে বাফুফে এমনটি সাফ জানিয়ে দিয়েছেন।

গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল বাফুফের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এরপর শনিবার (৭ মে) নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে বাফুফে ভবনে।

সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি ও জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় দলের যে পাঁচজন খেলোযাড়কে শাস্তি দেওয়া হয়েছে, তারা যদি স্বদিচ্ছা পোষণ করেন এবং যদি তারা ক্ষমা প্রার্থনা করেন। তবে আমরা বিষয়টি বিবেচনা করব। যাতে করে তাদেরকে পুনরায় জাতীয় দলে অন্তর্ভূক্ত করা যায়।

আমরা আশা করব এতে করে আগামীতে আমাদের রেজাল্ট ভালো হবে। এই জন্যে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি।