English Version
আপডেট : ৭ মে, ২০১৬ ১৮:২৩

চিরচেনা ছন্দে খেলেছে মুস্তাফিজ

অনলাইন ডেস্ক
চিরচেনা ছন্দে খেলেছে মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৪তম ম্যাচে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ জয় পেয়েছে। এদিন পয়েন্টের দিকদিয়ে দ্বিতীয় স্থানে থাকা গুজরাট লায়ন্সকে ৫ উইকেটে পরাজিত করেছে। এদিনও বোলিংয়ের সেই চিরচেনা ছন্দে খেলেছে মুস্তাফিজ। এ রাতেও সাফল্য পেয়েছেন তিনি।

শুক্রবার (৬ মে) হায়দ্রাবাদের মাঠে এ দু’দল মুখোমুখি হয়।

ম্যাচে টস জিতে আগে বোলিং বেছে নিয়েছেন স্বাগতিক হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। গুজরাট প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদের বোলিং দাপটে ১২৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে হায়দ্রাবাদ ১ ওভার হাতে রেখেই প্রয়োজনীয় রান সংগ্রহ করতে সক্ষম হয়।

এদিনও যথারীতি ইনিংসের ৬ষ্ঠ ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দিয়েছিলেন দলপতি ডেভিড ওয়ার্নার। প্রথম দুই ওভারে মাত্র ৩ রান দিয়ে তিনি তুলে নেন ১ উইকেট। তবে পরের দুই ওভারে ১৪ রান খরচে নিয়েছেন আরও ১টি উইকেট। সব মিলেয়ে ম্যাচে মুস্তাফিজের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে কোনো মেডেন ছাড়া ১৭ রান দিয়ে ২ উইকেট (৪-০-১৭-২)।

শুক্রবার ২ উইকেট পাওয়ার সুবাদে আসরে মুস্তাফিজের মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১০টি (৮ ম্যাচ)। সেরা উইকেটশিকারী বোলারদের তালিকায় তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে।

এ ম্যাচে জয়ের ফলে হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। তারা মোট ৮টি ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় পেয়েছে। তাদের অর্জিত পয়েন্ট ১০। টেবিলের শীর্ষে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স ১২ পয়েন্ট নিয়ে।