English Version
আপডেট : ৪ মে, ২০১৬ ০৯:৩৫

চার দশক পর প্রতিশোধ নিয়ে ফাইনালে অ্যাথলেটিকো

অনলাইন ডেস্ক
চার দশক পর প্রতিশোধ নিয়ে ফাইনালে অ্যাথলেটিকো

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের শেষ লেগের খেলাটি ছিল অ্যাথলেটিকোর চার দশক ধরে পুষে রাখা প্রতিশোধের ম্যাচ। এদিন বায়ার্নের ঘরের মাঠেই তাদের হারিয়ে সেই প্রতিশোধের জ্বালা মেটাল অ্যাথলেটিকো। কারণ চার দশক আগে লিগ ফাইনালে এই বায়ার্নের কাছে হেরেই চ্যাম্পিয়ন হবার স্বপ্ন ভেঙ্গে ছিল অ্যাথলেটিকোর। এবার বায়ার্নের মাঠে সেই প্রতিশোধ নিয়ে নিল দিয়েগো সিমেওনের দল। সেই সঙ্গে ফাইনালের টিকেটও পেয়ে গেছে তারা।

  দুই লেগ মিলিয়ে বায়ার্ন ও অ্যাথলেটিকোর ফলাফল ২-২। কিন্তু বায়ার্নের মাঠে এক গোলের সুবাদে ফাইনাল নিশ্চিত করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ।   ১৯৭৩-৭৪ মৌসুমে বায়ার্নের কাছে শিরোপা হারিয়েছিল আতলেতিকো। পরে ২০১৩-১৪ মৌসুমে ফের ফাইনালে উঠলেও রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় তারা। আগামী ২৮ মে মিলানের সান সিরোয় ফাইনালে ইউরোপ সেরা হওয়ার তৃতীয় সুযোগটা পাবে মাদ্রিদের দলটি। প্রতিপক্ষ তাদের নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল না ম্যানচেস্টার সিটি জানা যাবে বুধবার রাতে।