English Version
আপডেট : ৩ মে, ২০১৬ ২০:৪৮

টেস্ট র‌্যাঙ্কিংয়ের এগিয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
টেস্ট র‌্যাঙ্কিংয়ের এগিয়েছে বাংলাদেশ

ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসি কর্তৃক প্রকাশিত নতুন টেস্ট র‌্যাঙ্কিংয়ের রেটিং পয়েন্টে এগিয়েছে বাংলাদেশ। পূর্বের ৪৭ পয়েন্টের জায়গায় বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৫৭।

মঙ্গলবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর এই রেটিং তুলে ধরা হয়।

ঘোষিত রেটিংয়ে আগের চেয়ে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ১০। ফলের‌্যাঙ্কিংয়ে ৯-এ থাকলেও ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের (৬৫) সঙ্গে পয়েন্ট ব্যবধান এখন খুব একটা বেশি না।

র‌্যাঙ্কিংয়ের এই রেটিং বিবেচনায় আনতে মূলত ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত সময়ে দলগুলোর পারফরমেন্স বিবেচনা করা হয়েছে। যেখানে ৬ পয়েন্ট যোগ করে ১১৮ পয়েন্ট নিয়ে তালিকার প্রথম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ১১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত; আর ১১১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান।