English Version
আপডেট : ২ মে, ২০১৬ ২৩:৩১

আফ্রিদি আকমল শেহজাদ ছাড়া পাকিস্তান দল নির্বাচন

অনলাইন ডেস্ক
আফ্রিদি আকমল শেহজাদ ছাড়া পাকিস্তান দল নির্বাচন
পাকিস্তান ক্রিকেটে টিম ফাইল ফটো

 

আসন্ন ইংল্যান্ড সফরে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ নেই সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি দলের তিন খেলোয়ার আফ্রিদি, উমর আকমল, শেহজাদ। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদ্য নিযুক্ত প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক এই তথ্য নিশ্চিত করেছে।

  কিন্তু আসন্ন সেই সফরে পাকিস্তানের প্রাথমিক দল থেকে বাদ পড়তে যাচ্ছেন তিন তারকা ক্রিকেটার। তারা হলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল এবং ওপেনার আহমেদ শেহজাদ এবং পাকিস্তানকে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া অলরাউন্ডার শহীদ আফ্রিদি।   সোমবার এই তিন তারকাকে ছাড়াই দল ঘোষণা করার কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদ্য নিযুক্ত প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে গা ছাড়া ক্রিকেট খেলোয়াড়দের ব্যাপারে কোনো ছাড় নেই বলে জানিয়েছেন ইনজি।   ইনজামাম জানিয়েছেন আসন্ন সফরের জন্য ৩৫ জন খেলোয়াড় দলীয় অনুশীলনে যোগ দিতে পারবেন। আগামী ১৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ওই অনুশীলনে নবীনদের বেশি সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন ইনজামাম। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমরা এ বছর কেবল চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবো। তাই তরুণদের বেশি সুযোগ দিতে চাই।’   এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থ ছিল পাকিস্তান। দেশে ফিরে বোর্ডের কাছে ব্যর্থতার কারণ উল্লেখ করে রিপোর্ট করেন সদ্য পদত্যাগ করা কোচ ওয়াকার ইউনুস ও দলের ম্যানেজার ইন্তিখাব আলম। তাদের রিপোর্টে ছিল বিশ্বকাপ চলাকালীন শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে জড়িত ছিলেন ওপেনার আহমেদ শেহজাদ ও উমর আকমল। এছাড়া এশিয়া কাপের আসর ও বিশ্বমঞ্চের আসরে আফ্রিদি সিরিয়াস ছিলেন না, টিম মিটিংয়েও অনুপস্থিত থাকতেন। শুধু তাই নয়, দলের অনুশীলনেও সব সময় থাকতেন না আফ্রিদি।   ইংল্যান্ড সফরে দল নির্বাচন নিয়ে ইনজামাম জানান, ‘পূর্বের শৃঙ্খলাবিরোধী কাজের জন্য বিভিন্ন সময় শেহজাদ ও আকমলকে তিরস্কার করা হয়। তাদের বর্তমান পারফরম্যান্সও আস্থাজনক নয়। তাই আমি চাই আসন্ন ইংল্যান্ড সফরের জন্য আমাদের যে অনুশীলন ক্যাম্প চলবে সেখানে তাদের না রাখতে। টি-টোয়েন্টির জন্য ক্যাম্পেও আফ্রিদিকে না রাখার পরামর্শ দিয়েছি। এতে সে লম্বা সময় বিশ্রাম পাবে। তার পুরোনো ফর্মে ফেরার জন্য এ সময় সে আরও ভালোভাবে কাজ করার সুযোগ পাচ্ছে।’

ইংল্যান্ড সফরে চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান দল।