English Version
আপডেট : ২ মে, ২০১৬ ১৯:৪২

কলাবাগানের ভরাডুবি

অনলাইন ডেস্ক
কলাবাগানের ভরাডুবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কলাবাগান ক্রিকেট একাডেমিকে পাঁচ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। এই জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। আর তিন ম্যাচের তিনটিতেই হেরে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে কলাবাগান।

সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৩ রান করে কলাবাগান। শুরুটা দারুণ করেছিল কলাবাগান। উদ্বোধনী জুটিতেই আসে ৮১ রান। ওপেনার মাইশুকুর ২৭ রান করে আউট হন।

এরপর শুক্কুরের সাথে জুটি বাধেন অধিনায়ক মাহমুদুল হাসান। ১৫৩ রানে ফিরে যান অধিনায়ক মাহমুদুল। ৩১ রান করেন তিনি। এর পরপরই ফিরে যান শুক্কুর। ৮৮ রান করেন এই ওপেনার। পরে অনূর্ধ্ব ১৯ দলে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ৫১ ও নুরুজ্জামানের ৩০ রানে ভর করে ২৬৩ রান সংগ্রহ করে কলাবাগান। ২৬৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় হারিয়ে জয় তুলে নেয় ভিক্টোরিয়া। সর্বোচ্চ ৬৯ রান করেন ওপেনার আব্দুল মজিদ। আল-আমিন করেন ৫৪ রান। কলাবাগানের পক্ষে আবু জায়েদ ৩টি, মাহমুদুল হাসান ১টি ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন আল-আমিন।