English Version
আপডেট : ১ মে, ২০১৬ ০০:৪১

তাজিকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে টানা দ্বিতীয়বার এএফসি’র ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
তাজিকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে টানা দ্বিতীয়বার এএফসি’র ফাইনালে বাংলাদেশ

তাজিকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে টানা দ্বিতীয়বার মতো এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্রতিবেশী ভারতের মেয়েদের ৩-১ গোলে, দ্বিতীয় ম্যাচে নেপালী মেয়েদের ৯-১ গোলের বন্যা ভাসায় সেমিফাইনালে উঠে মনিকা চাকমা ও তহুরা। 

আজ শনিবার ঘরের মাঠে প্রথম সেমিফাইনালে বাংলাদেশি কিশোরীদের মুখোমুখি হয় তাজিক কিশোরীরা। ফাইনালে উঠার লড়াই স্বাগতিকদের ৯-১ গোলে গুড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে গোলাম রাব্বানী হেলালের দল।   তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথমার্ধে স্বাগতিকদের বিপক্ষে ৫-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে তারা আরো চার গোল দেয় তাজিকিস্তানের জালে। বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছে মনিকা চাকমা ও তহুরা। এ ছাড়া দুটি গোল করে আনুচিং। একটি গোল আসে আঁখির পা থেকে।   শনিবার ম্যাচের ৫ মিনিটেই দলকে এগিয়ে দেয় তহুরা (১-০)। ৮ মিনিটের মাথায় আনুচিং গোল করে ব্যবধান দ্বিগুণ করে। ম্যাচের ১১ মিনিটে তহুরা তার জোড়া গোল পূর্ণ করে। আর বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। ১৩ মিনিটে আনুচিংও তার জোড়া গোল পূর্ণ করে। ফলে ১৩ মিনিটেই ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ১৬ মিনিটে গোলের দেখা পায় মনিকা চাকমা। তার গোলে ভর করে প্রধমার্ধে ৫-০ গোলে এগিয়ে থেকে বিশ্রামে যায় বাংলাদেশের মেয়েরা।   দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৪ মিনিটে মনিকা চাকমাও জোড়া গোল পূর্ণ করে। আর বাংলাদেশ এগিয়ে যায় ৬-০ গোলে। ৫৭ মিনিটে মনিকা হ্যাটট্রিক করে বাংলাদেশকে এগিয়ে নেয় ৭-০ গোলে। মনিকার হ্যাটট্রিকের পর একটি গোল শোধ দেয় তাজিকিস্তানের মেয়েরা। তবে ৬১ মিনিটে আঁখি গোল করে দলকে ৮ গোলের বিশাল ব্যবধানে এগিয়ে দেয়। ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে তহুরা তার হ্যাটট্রিক পূর্ণ করে। ফলে বাংলাদেশ ৯-১ গোলের বিশাল ব্যবধানে জয় লাভ করে।   উল্লেখ্য, এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গেল বছর স্বাগতিক নেপালকে হারিয়ে এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা।   ২০১৫ সালে এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভুটানের জালে বাংলাদেশের মেয়েরা দিয়েছিল ১৬ গোল। হারিয়েছিল শক্তিশালী ইরানকেও। ফাইনাল হওয়ার কথা ছিল ২০১৫ সালের এপ্রিলে। কিন্তু সে সময় নেপালে ভয়াবহ ভূমিকম্প হওয়ায় ফাইনাল পিছিয়ে যায়। গত বছরের ডিসেম্বরে নেপালেই পুনঃনির্ধারিত ফাইনালে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশের কিশোরীরা।