English Version
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৬ ১৮:০৪

দাপটে খেলছেন মাশরাফি

অনলাইন ডেস্ক
দাপটে খেলছেন মাশরাফি

ক্রিকেট মাঠে বাংলাদেশ দলের ভরসা মাশরাফি। এবার ঢাকা প্রিমিয়ার লিগে তার কাঁধে কলাবাগানের দায়িত্ব। প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় কিছুটা চাপে তার দল। তাই দলের জয়ের জন্য ১০২ ডিগ্রি জ্বর নিয়েই মাঠে নামলেন এই অধিনায়ক। আর শুধু মাঠেই নামলেন না বোলিং করলেন টানা ৮ ওভার। বল করে তুলে নিলেন ৪ উইকেট।

দশম ওভারে ৫৭ রান তুলে ফেলা প্রাইম ব্যাংকের উদ্বোধনী জুটিই শুধু ভাঙেননি, ১১ বলের মধ্যে ৩ উইকেট নিয়ে মাশরাফি ম্যাচে ফেরান কলাবাগানকে।

৩৭ রান করা মেহেদি মারুফকে কট বিহাইন্ড করে নিয়েছেন প্রথম উইকেট। এলবিডব্লিউ করেছেন নুরুল হাসানকে (১৮)। ফিরিয়েছেন প্রাইম ব্যাংকের শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিলশান মুনাবিরাকেও (৩)।  টানা ৮ ওভারের স্পেলে ৪৫ রান দিয়ে নেন ৩ উইকেট।

শেষ দিকে দ্বিতীয় স্পেলে ফিরেও শুরু করেছিলেন খাটো রান আপেই। তবে ২ বল পরই ফিরে যান পুরো রান আপে। সব মিলে ১০ ওভারে ৫৬ রান দিয়ে ৪ উইকেট।

এদিকে মাশরাফির ৪ উইকেটের পরও প্রাইম ব্যাংক রান তুলেছে ২৮০।