English Version
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৬ ০০:৫৬

শ্বাসরুদ্ধকর ম্যাচে পুনেকে হারাল গুজরাট

অনলাইন ডেস্ক
শ্বাসরুদ্ধকর ম্যাচে পুনেকে হারাল গুজরাট

শ্বাসরুদ্ধকর ম্যাচে ধনির পুনেকে ৩ উইকেটে হারিয়ে জয় পেল গুজরাট লায়ন্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলএ) মহারাষ্ট্রের ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ মুখোমুখি হয় রাইজিং পুনে সুপারজায়ান্টস ও গুজরাট লায়ন্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করেছে।

দলের পক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। তিনি  ৫৩ বলে ৮টি চার ও ৫টি ছক্কার বিনিময়ে ১০১ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিচ্ছিল গুজরাট। ক্যারিবীয়ন ডেরন স্মিথের অর্ধশত, ব্যানডন ম্যাকুলামের ৪৩ রান, রায়নার ৩৪ এবং কার্তিক ৩৩ করে যখন জয়ের বন্দরে নোঙ্গর করছিত তখন ক্যাপটেন কুল ধোনির জোড়া আঘাতে  জয় প্রায় হাত ছাড়া হতে বসেছিল। শেষ বলে গুজরাটের দরকার ছিলো ১ বলে ১ রান হাত ৩ উইকেট। তবে জাদেজা আর রোমাঞ্চ হতে দেননি। শেষ বলে একরান নিয়ে গুজরাটের জয় নিশ্চিত করেন।